সংবাদ শিরোনাম:
বাবা-মায়ের সঙ্গে মামার বাড়ি যাওয়া হলোনা সাফওয়ানের কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২ আহত অন্তত ১০ মধুপুরবাসীর সেই কাঙ্খিত “আলোকিত মধুপুর” বাস সার্ভিসের উদ্বোধন সিরাজগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলা: সাবেক এমপি আজিজের ৩ দনিরে রিমান্ড রাজপাহাড়’—স্নেহ ও সখের প্রতীক এক বিশাল গরু কালবেলার কালিয়াকৈর প্রতিনিধি মনিরুজ্জামান নিখোঁজ থানায় জিডি ডাকাত আতঙ্কে মসজিদে মসজিদে মাইকিং,পাড়া ও মহল্লায় সতর্ক অবস্থে এলাকাবাসী পারিপার্শ্বিকের কারণে, পড়াশুনার কারণে, দারিদ্রতার কারণে এবং  রিলেশনশিপের কারণেও অনেকেই জীবন ত্যাগ করছে : উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ টাঙ্গাইলের ঘাটাইলে মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বয়ে সেমিনার অনুষ্ঠিত ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে সমন্বয় সভা

টাঙ্গাইল প্রেসক্লাব স্বাধীনতা সুর্বণজয়ন্তী টি-২০ ক্রিকেট ১৬ ফেব্রুয়ারি শুরু

  • আপডেট : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫৮ বার দেখা হয়েছে।

স্পোর্টস ডেস্ক : টাঙ্গাইল প্রেসক্লাব স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আগামী (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে। টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আগামী মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।

টাঙ্গাইল প্রেসক্লাব স্বাধীনতা সুর্বণজয়ন্তী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। বিশেষ অতিথি থাকবেন টাঙ্গাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র সিরাজুল হক আলমগীর।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে টুর্নামেন্টের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে- ময়না দল বনাম টিয়া দল। আগামী বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার সময় দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করবে- ময়না দল বনাম দোয়েল দল। আগামী শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার সময় তৃতীয় খেলায় অংশগ্রহণ করবে- দোয়েল দল বনাম টিয়া দল। আগামী সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার সময় ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে- বিজয়ী দুই দল।

এরই মধ্যে খেলোয়াড় তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় খেলোয়াড় ড্রাফটের মাধ্যমে তিন দলের খেলোয়াড় বাছাই। ফেব্রুয়ারি মাসেই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। খেলোয়াড় ড্রাফটের মাধ্যমে তিন দলের খেলোয়াড় বাছাই পর্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইফতেখারুল অনুপম, ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম মাসুদ, কোষাধক্ষ্য আব্দুর রহিম, প্রেসক্লাব সদস্য নিউ এজ প্রতিনিধি হাবিব খান, যমুনা টিভির প্রতিনিধি শামীম আল মামুন প্রমুখ।

প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইফতেখারুল অনুপম জানান, স্বাধীনতা সুর্বণজয়ন্তী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে দোয়েল, ময়না ও টিয়া এই তিন দলে বিভক্ত হয়ে সাংবাদিকরা খেলায় অংশগ্রহণ করবে। সাংবাদিকদের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

ময়না দলের খেলোয়াড়রা হলো- শামীম আল মামুন, অরণ্য ইমতিয়াজ, কাজী জাকেরুল মওলা, মির্জা শাকিল, মাসুম ফেরদৌস, সাইফুর রহমান ফারুক, কাদির তালুকদার, আবু সাঈদ, মাসুদ রেজা, মাসুদ রানা, মাসুদ আব্দুল্লাহ, আবু কাউসার।

টিয়া দলের খেলোয়াড়রা হলো- নাছির উদ্দিন, গোলাম কিবরিয়া বড় মনি, হাবিব খান, কে এস রহমান শফি, কাজী তাজউদ্দিন রিপন, মহব্বত হোসেন, আরিফুর রহমান টগর, শফিকুজ্জামান খান মোস্তফা, আবু জুবায়ের উজ্জল, সুমন কুমার রায়, মির্জা মাসুদ রুবল, তোফায়েল আহমেদ রনি।

দোয়েল দলের খেলোয়াড়রা হলো- ইফতেখারুল অনুপম, মালেক আদনান, জাফর আহমেদ, খন্দকার মাসুদুল আলম, তুহিন খান, সাহাবুদ্দিন মানিক, মহিউদ্দিন সুমন, মোস্তাক আহমেদ, মামুনুর রহমান মিয়া, মোজ্জামেল হক, এম কবির, রবিন তালুকদার।

প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইফতেখারুল অনুপম আরও জানান, প্রতি বছরের মতো এ বছরও টাঙ্গাইল প্রেসক্লাব টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে। এবার টাঙ্গাইল প্রেসক্লাব স্বাধীনতা সুর্বণজয়ন্তী টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সার্বিক সফলতার জন্য এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চলতি বছরের গত (১৭ থেকে ২৩ জানুয়ারি) পর্যন্ত টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে শেষ হয়েছে। তারই ধারাবাহিকতায় আগামীর এই টুর্নামেন্ট আকর্ষনীয় ও প্রতিযোগিতামূলক হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme