ঠিকানার ছাগল পেলেন অসহায় ও বিধবা ৩৫ নারী

ঠিকানার ছাগল পেলেন অসহায় ও বিধবা ৩৫ নারী

মাসুদ রানা, বাসাইল: টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র ছাগল পেলেন অসহায় ও বিধবা ৩৫জন নারী।

রবিবার ১৫ মে বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে তাদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়।

ছাগল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।

ঠিকানার প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খ্যাতিমান নাট্যকার, নির্মাতা ও কথাসাহিত্যিক মেজর (অবসরপ্রাপ্ত) ফেরদৌস হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুস সবুর খান, বাংলাদেশ নটরডেম ইউনিভার্সিটির অধ্যাপক ড. জমির হোসেন, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, ঠিকানার শিক্ষা বিষয়ক সম্পাদক ড. জুলহাস মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠিকানারকর্মী মল্লিকা পারভীন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের অসহায়, দরিদ্র ও বিধবা ৩৫জন নারীর মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটি ২০১৭ সাল থেকে অসহায় মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840