সংবাদ শিরোনাম:
দেলদুয়ারে জাতীয় শোক দিবস পালিত

দেলদুয়ারে জাতীয় শোক দিবস পালিত

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : টাঙ্গাইলের দেলদুয়ারে   বঙ্গ বন্দু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বাষিকী  ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে বঙ্গবন্দু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীগ, মুক্তিযোদ্ধা, থানা,পুস্পস্তবক অর্পন শেষে  উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে অালোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামিলীগ সাধারন সম্পাদক এম শিবলী সাদিক,উপজেলা ভাইস চেয়ারম্যান এস, এম এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, ওসি  একে সাইদুল হক ভঁইয়া, প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম। সভা পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো:  মোবারক হোসেন।

এছাড়াও, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের পতিতা পল্লীতে প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে

শনিবার (১৫ই আগস্ট) বিকেলে শহরের কান্দা পাড়া এলাকায় টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি উপমা ফারিসাসহ অনান্য কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শোক দিবসে টাঙ্গাইল সদরের কান্দাপাড়া পতিতা পল্লীতে অবহেলিত যৌন কর্মীর সন্তানদের শিশুদের জন্য শিশু খাদ্য ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরন করেছি।  করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন যাবৎ মানবেতর জীবন যাপন করছে পতিতা পল্লীর লোকজন । তাই খাদ্য সামগ্রী বিতরণ করে তাদের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন।

এর আগে, জাতীয় পতাকা একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক। জাতীয় শোক দিবস সমুহে সরকারি প্রতিষ্ঠান ছাড়াও আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আর এই জাতীয় পতাকা সঠিক নিয়মে অর্ধনমিত রাখার পদ্ধতি সবাইকে শেখাতে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহন করেছে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৪ই আগস্ট) সকাল থেকে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনসাধারণের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি এবং সঠিক নিয়ম হাতে কলমে শেখানো হয়েছে।

এসময় বিভিন্ন পেশার ও সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, জাতীয় পতাকা একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক। এই মুজিব বর্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজ্ঞালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী, আমাদের জাতীয় শোক দিবস, এ দিবসে সবাই যেনো সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারে সে লক্ষেই আমাদের এই আয়োজন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840