সংবাদ শিরোনাম:
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ সখীপুর আবাসিক মহিলা কলেজ টাঙ্গাইলের মধুপুরে ভোট দিতে যাওয়া হলো না মাসুদের টাঙ্গাইলে বাবার ভোট দিতে এসে ছেলে আটক টাঙ্গাইলে ভোট কেন্দ্রে ভিমরুলের আক্রমণে দিশেহারা ভোটার, আহত ২৫ টাঙ্গাইলে উপজেলা নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিফ্রিং কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত বাসাইলে তামাক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা পাসপোর্ট টু আর্নিং অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত
ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন ;মিনা লিপি

ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন ;মিনা লিপি

প্রতিদিন প্রতিবেদক,ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ (স্থানীয় সরকার) নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ;মিনা আকতার লিপি। তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদিকা। শুধু রাজনীতিই নয় তার পাশাপাশি মানুষ গড়ার কারিগর হিসেবে ধনবাড়ীতে ব্রাক শিশু নিকেতন স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

লিপি ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ‘কলস’ প্রতীক পেয়ে প্রতিদিন-ই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ চালিয়ে
যাচ্ছেন। প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা, পরিচয় সভা, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই নেত্রী।
নির্বাচনকে ঘিরে উপজেলাজুড়ে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। সব প্রার্থীরাও চালাচ্ছেন নানাভাবে প্রচার-প্রচারণা। আগামী ০৮ মে অনুষ্ঠিত হবে ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন।

এদিকে তাহ্ধসঢ়;মিনা আকতার লিপি’র সাথে প্রতিদ্বন্দিতা করছেন বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লীনা (ফুটবল) ও কলপনা বেগম (হাঁস)।
তাহ্ধসঢ়;মিনা আকতার লিপি বলেন, ‘রাজনৈতিক জীবন থেকেই জনগণের সেবা করছি। দেশ উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উনয়নমূলক কর্মকা- সাধারণ মানুষের নিকট তুলে ধরছি। জনপ্রতিনিধি হিসেবে জনগণের পাশে থাকতে চাই। জনগণ আমার সঙ্গে আছেন।’

তিনি আরও বলেন, ‘আমি আশাবাদী উপজেলাবাসী আমাকে বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবেন।
উপজেলাবাসী যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি উপজেলার সকল উন্নয়মূলক কর্মকান্ডসহ নারী শিক্ষার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও নারী-পুরুষের কর্মমূখী উন্নয়নে কাজ করবো ইনশাল্লাহ।’

উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এবার জনসমর্থনে এগিয়ে রয়েছেন- মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহ্ধসঢ়;মিনা আকতার লিপি ও কল্পনা বেগম। অন্য প্রার্থীরাও ব্যাপকভাবে গণসংযোগ করছেন। জমে উঠেছে নির্বাচনী আমেজ।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা মণি শংকর জানান, ‘চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিল। এর মধ্যে একজন প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৫৮৮ জন। এরমধ্য পুরুষ ৭৯ হাজার ৯০২ জন এবং নারী ৮২ হাজার ৬৮৬ জন।’

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840