ধনবাড়ীতে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

ধনবাড়ীতে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

প্রতিদিন প্রতিবদেক, ধনবাড়ী: “তথ্য পেলে জনগন, নিশ্চিত হবে সুশাসন” এই শ্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা ও প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৮ মে দিনব্যাপী ধনবাড়ী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশন এ প্রশিক্ষণের আয়োজন করে।

উপজেলা পরিষদ হলরুমে জনঅবহিতকরণ সভা ও প্রশিক্ষণ কর্মসূচীতে ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনছার আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসলাম হোসাইন। এসময় বক্তব্যে রাখেন- তথ্য কমিশন ঢাকার সহকারী পরিচালক প্রশাসন হেলাল আহমেদ, ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া, ধনবাড়ী উপজেলা পরিষষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবউন্নাহার লিনা বকল, তথ্য সেবা কর্মকর্তা আফসানা ফেরদৌস, প্রেসক্লাব সভাপতি স. ম জাহাঙ্গীর আলম ও পল্লী বিদ্যুত অফিসের ডিজিএম রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রশিক্ষণে ধনবাড়ী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গোলাম মোর্শেদ ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা, ইউপি সচিব, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840