সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

নাগরপুরে তিন পুলিশসহ পাঁচজন করোনায় আক্রান্ত

  • আপডেট : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৫৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুরে নতুন করে তিন পুলিশ সদস্য ও তাদের পরিবারের ২ জনসহ ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে ঈদের দিন রাতে নাগরপুর থানার পুলিশ কনস্টেবল কামরুল ইসলাম (গাড়ি চালক) করোনা ভাইরাসে আক্রান্ত হয়।

পরে গত ২৭ মে স্বাস্থ্যকর্মীরা নাগরপুর থানার ১০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান। এর মধ্যে শনিবার (৩০ মে) রাতে রিপোর্ট আসে নাগরপুর থানায় কর্তব্যরত উপপরিদর্শক সৈয়দ আলী (৪২), আলমগীর হোসেন (৩৫), কনস্টেবল আ.জব্বার (৩৭) এবং আগে আক্রান্ত কনস্টেবল কামরুল ইসলামের স্ত্রী নুরজাহান বেগম (৩২) ও তার শিশু সন্তান সাইদ হাসান (৮) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ঈদুল ফিতরের দিন থেকে আজ রবিবার পর্যন্ত ১০ জনের করোনা পজিটিভ হওয়ার খবরে নাগরপুরের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

স্বাস্থ্যকর্মীরা নাগরপুর থেকে এ পর্যন্ত ১৬৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছেন। এর মধ্যে ২৭ মে পর্যন্ত ১৬৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ৪ জন পুলিশ সদস্য ও একজন স্বাস্থ্যকর্মীর স্বামী সহ ২১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.রোকনুজ্জামান খান বলেন, নাগরপুর উপজেলা ঢাকা ও মানিকগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলা। এ উপজেলায় গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, সাভারসহ বিভিন্ন স্থান থেকে লোকজন এসেছে। মানুষ সচেতন না হওয়ায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে।

আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতাল ও নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তিনি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলাবাসীকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান। নতুন আক্রান্ত পুলিশ ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার বিষয়ে পুলিশ প্রশাসন পদক্ষেপ গ্রহন করবেন বলে তিনি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme