প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল পৌরসভার ৬নং ওয়ার্ডের পার্ক বাজার লিঙ্ক রোড,সরকার পাড়া লিঙ্ক রোড,পারাডাইস পাড়া লিঙ্ক রোডের কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ডিসেম্বর)সকাল ১১টার দিকে এ কাজ উদ্বোধন করা হয়।
এ সময় টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র-সাইফুজ্জামান সোহেল,জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো: সোলায়মান হাসান ,৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো:শফিকুল হক (শামীম ), ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সেলিনা আক্তার ,কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কর্মী মুজাহিদুল ইসলাম শিপন , জেলা যুবলীগের ইমরান হাসান জুুয়েল ,পৌরসভার প্রকৌশলী জিন্নতুল হক ( মুক্তার), জেলা বিএন পির সহ সভাপতি শামছুল হক , বি এন পির যুগ্ন সম্পাদক নাজমা বেগম , ব্যবসায়ী আব্বুস সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।