সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন টাঙ্গাইলে করটিয়া আবেদা খানম গার্লস হাই স্কুল এন্ড কলেজ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন টাঙ্গাইলে করটিয়া আবেদা খানম গার্লস হাই স্কুল এন্ড কলেজ

ইমরুল হাসান বাবু : প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে টাঙ্গাইলে সদর উপজেলা করটিয়া আবেদা খানম গার্লস হাই স্কুল এন্ড কলেজের উদ্যোগে শনিবার (২৬ অক্টোবর) সকালে এক র‌্যালির আয়োজন করে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

র‌্যালিটি আবেদা খানম গার্লস হাই স্কুল এন্ড কলেজ বের হয়ে করটিয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রাদক্ষিণ করে শহিদ মিনারে সমাবেশ করেন।

টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহজাহান আনছারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন করটিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু, মুুক্তিযোদ্ধা জেলা কমান্ডার সোলাইমান, শিক্ষক জাহাঙ্গীর হোসেন, বজরুল রহমান, আনিছুর রহমান, মাসুদা সুলতানা, শামিমা আক্তার,

জেলা তাঁতীলীগের (একাংশের) সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিপন, করটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাঈম, আওয়ামীলীগ নেতা শাহ্ শফিউল আজম বাতেন,

শহর আওয়ামীলীগের সদস্য লোকমান আনছারী, সদর থানার যুবলীগের যুগ্ন সম্পাদক মো. আরজু মিয়া, জেলা ছাত্র সমাজের সাবেক সাংগঠনিক সম্পাদক কাউছার রেজভী রিপন, করটিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল, সম্পাদক শিবলু চৌধুরি, করটিয়া সা’দত বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি যুগ্ন সম্পাদক ইব্রাহিম আনছারী।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার, আবেদা খানম গার্লস হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ খলিলুর রহমান, করটিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলাল করটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর সিকদার।

সভাপতির বক্তব্যে শাহজাহান আনছারী বলেন, জাতীর জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা অনুরাগী। এ সরকার শিক্ষার মান বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

র‌্যালিতে করটিয়ার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840