সংবাদ শিরোনাম:
মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে শহরের ব্যস্ততম চারটি স্থানে এমপি শুভর নলকুপ স্থানের উদ্যোগ টাঙ্গাইলের মধুপুরে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষিকা মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকাণ্ডে পাল্টাপাল্টি অভিযোগ! টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬
বাসাইল বিলপাড়া ঝিনাই নদীতে মাটি কাটার মহোৎসব

বাসাইল বিলপাড়া ঝিনাই নদীতে মাটি কাটার মহোৎসব

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিলপাড়ার বাজারের পাশ দিয়ে প্রবাহিত ঝিনাই নদীর এক পাড়ের মাটি অবৈধভাবে উত্তোলন ও বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শত শত ট্রলি ট্রাক ভরে নদীর তীরের এই বালু মাটি কেটে বিক্রি করছে তারা। আরে এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন বা এলাকার কাউকে কেকাান তোয়াাক্কা করছেনা বালু খেকোরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, একাধিক ভেকু মেশিন দিয়ে একের পর একের ট্রলি আর ট্রাকে মাটি ভরে তা পাঠানো হচ্ছে বাসাইল উপজেলার বিভিন্ন স্থানে। এছাড়াও এসব মাটি তারা বিক্রি করছে আশপাশের ইট ভাটাগুলোতে।

নাম প্রকাশ না স্থানীয় লোকজন জানায়, হাবিবুর রহমান হবির নেতৃত্বে দীঘদিন ধরে চলে আসছে রমরমা এই বালুর ব্যবসা। হাবিবুর রহমান হবির সহযোগীরা হচেচ্ছন স্থানীয় আবুল হোসেন, করীম মেম্বার, বিশু, হাবিবুর রহমানের ছেলে জাহিদ, অহিদুল ইসলাম। এলাকার লোকজন বাঁধা দিলে বালু ব্যবসায়ীরা বলে তারা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে। বালু বিক্রির টাকা যাচ্ছে সরকারদলীয় স্থানীয় প্রভাবশালী নেতাদের পকেটেও।

এভাবে প্রতিদিন মাটি কেটে বিক্রির কারনে একদিকে নদীর ফসলী জমি ন্ষ্ট হচ্ছে। অপরদিকে স্থানীয় সড়ক ও রাস্তাঘাট ধ্বংস করা হচ্ছে। আবার ধুলাবালিতে সাধারন মানুষের সমস্যার সৃষ্টি হচ্ছে। বায়ু দূষণের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। দিনে দুপুরে প্রকাশের অবৈধভাবে বালু বিক্রি করা হলেও ভয়ে তাদের বিরুদ্ধে কথা কথা বলা বা প্রতিবাদ করতে পারছেনা কেউ। নদী ভাঙ্গনের হাত থেকে ঘরবাড়ি রক্ষা, স্থানীয় রাস্তাঘাট রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অবৈধভাবে নদী থেকে এভাবে বালু মাটি বিক্রি বন্ধ করেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840