ভাসানী বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করলেন প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম

ভাসানী বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করলেন প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম

প্রতিদিন প্রতিবেদক : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন।

আজ ২ আগস্ট সোমবার তিনি দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ও মাওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বুদ্ধিজীবী সৌধ, শহীদ মিনার ও প্রত্যয়-৭১ এ পুস্পস্তবক অর্পণ করেন।

এসময় প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ, প্রফেসর ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক, প্রফেসর ড. এ কে ওবায়দুল হক, প্রফেসর ড. মোঃ মাসুদার রহমান, প্রফেসর ড. এ. কে. এম. মহিউদ্দিনসহ অন্যান্য শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি সকলের সাথে মতবিনিময় করেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমুন্নত রেখে কিভাবে বিশ্ববিদ্যালয়কে তার মূল লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে নেয়া যায় এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840