হাফিজুর রহমান ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ীর কৃষকদের কম খচরে বেশি লাভবান হওয়াতে ভুট্টা চাষে আগ্রহ বাড়াতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কেন্দ্র জামালপুরের আয়োজনে বৃহস্পতিবার (২৮এপ্রিল২২)ইং দুপুরে উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি কামাড়পাড়ায় অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৮২ জন কৃষক অংশগ্রহণ করে। বারি হাইব্রিড ভুট্টা ১৬ ব্লক প্রদর্শণীর মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ ফরিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কেন্দ্র জামালপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. আসাদুজ্জামান। সঞ্চালনা করেন ঊর্ধ্বতন কর্মকর্তা ড. মো. মোখলেছুর রহমান।
এ সময় বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, উপসহকারি কৃষি কর্মকর্তা ফরিদ আহমেদ, কৃষক সমিতির সভাপতি সোহরাব আলী, চাষি জামাল উদ্দিন প্রমূখ।
সভাপতির বক্তিতায় ভুট্টা চাষের নিয়ম, উপকারিতা, ব্যবহার, উৎপাদন খরচ, বিক্রি নিয়ম নিয়ে সার্বিক আলোচনা করেন। এ সময় তিনি আরও বলেন, ভ্ট্টুার উৎপাদন ২য় হলেও খাদ্যের অবস্থানে তৃতীয়। অন্য কৃষি থেকে ভুট্টা পরিবেশ বান্ধব, রোগ বালাই ও চাষে খরচ কম এবং লাভ বেশি। কৃষকরা মনোযোগী হলে আরও লাভবান হতে পারেব। কেননা এ জাতের উচ্চ ফলনশীল ভুট্টা বিঘা প্রতি ২৫ থেকে ৩০ মণ উৎপাদন হয়।