সংবাদ শিরোনাম:
মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকাণ্ডে পাল্টাপাল্টি অভিযোগ! টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬ ভলেন্টিয়ার ফর বাংলাদেশ টাঙ্গাইল জেলার উদ্যােগে শ্রমজীবী মানুষের মাঝে ছাতা ও শরবত বিতরণ টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন
ভূঞাপুরে চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে সবার মনোনয়ন বৈধ

ভূঞাপুরে চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে সবার মনোনয়ন বৈধ

প্রতিদিন প্রতিবেদক,ভূঞাপুর: টাঙ্গাইলে ভূঞাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন। চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে যাচাই-বাছাই কমিটি।

উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫জন ও বিএনপির একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, আওয়ামী লীগ নেতা ফিরোজ চৌধুরী ও জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল লতিফ। এছাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবলু।

ভাইস চেয়ারম্যান পদে, বর্তমান ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল হক আরজু, ফলদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, সাবেকউপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য মোছা. হোসনে আরা বেবী এবং উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছা. সাদিয়া আফরিন খানম লোপা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া মঞ্জুয়ারা নামের আরেকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৩ এপ্রিল) সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের জমাকৃত মনোনয়নপত্রে কিছু তথ্য জটিলতার কারণে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা ও ভাইস চেয়ারম্যান পদে আরিফুল হক আরজুর মনোয়নপত্র স্থগিত করার পর আবার বৈধ ঘোষণা করা হয়।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা বিনতে আখতার জানান, তথ্যগত কিছু সমস্যা দেখা দিলে পরে প্রাথীদ্বয় তা খন্ডন করার পর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের জমা দেয়ার শেষ দিন ছিলো ২১ এপ্রিল, বাছাইয়ের তারিখ ২৩ এপ্রিল, আপিল দায়ের ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহার ৩০ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ২ মে। উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ২১ মে ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840