প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, দোয়া মাহফিল, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং গণভোজ।
মঙ্গলবার (১৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। এছাড়াও অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফনূও মিনি, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ মজিদ মিয়া ও আজিজুর রহমান আজিজ প্রমুখ।
এছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীবৃন্দ।