সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

ভূঞাপুরে সিএনজি চালককে লাঞ্চিত, পুলিশ সদস্যের বিচারের দাবিতে বিক্ষোভ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন  প্রতিবেদক:
টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশের টহলের জন্য নেওয়া সিএনজিতে পর্দার কাপড় না থাকায় সুমন নামে এক সিএনজি চালককের শরীরের জামাকাপড় খুলে রাতে দাঁড় করিয়ে লাঞ্চিত করার প্রতিবাদে বিচারের দাবিতে উপপরিদর্শক (এসআই) হাসিবুলের বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেছে সিএনজি শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টার দিকে ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বরে এই বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধকারীরা। পরে উত্তেজিত মালিক ও শ্রমিকরা মিছিল নিয়ে থানায় হাজির হয়।

এসময় শ্রমিক নেতাদের উপস্থিতিতে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ শ্রমিকদের সাথে অনাকাঙ্খিত ঘটনার বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে ব্যবস্থা গ্রহণের আশ^াস দিলে শ্রমিকরা থানা ত্যাগ করেন।

বিক্ষুব্ধ সিএনজি শ্রমিকরা অভিযোগ করে জানান, ভাড়া ছাড়াই প্রতিরাতেই একটা করে সিএনজি থানা পুলিশকে দেওয়া হয়। মঙ্গলবার ১৬ জানুয়ারি রাতে সুমন নামে এক চালক সিএনজি নিয়ে পুলিশের টহল কাজে বের হন। সিএনজির পর্দা না থাকায় চালককে গালিগালাজও ওই শরীরের জামাকাপড় খুলে দাড় করিয়ে রেখেছিল থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিবুল। এ ঘটনায় তার বিচারসহ এই থানা থেকে বদলির দাবি জানানো হয়।

সিএনজি চালক সুমন জানান, ঘটনার পরই শ্রমিক নেতাদের কাছে অভিযোগ দেয়া হয়। তারা যেটা করেন সেটাই মেনে নেব। তবে ওই পুলিশ কর্মকর্তা খুবই খারাপ আচরণ করেছেন। তার বিচার ও বদলির দাবি করছি।

এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই হাসিবুলের সাথে মোবাইলে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

উপজেলা সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান জানান, চালক ও পুলিশের সাথে ভুল বুঝাবুঝি হওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছেন। পরে থানায় শ্রমিকদের উপস্থিতিতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং সংগঠনের নেতাদের মধ্যস্থতায় বিষয়টি মিমাংসা হয়েছে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, বিষয়টি দু:খজনক। শ্রমিক নেতাদের উপস্থিতিতে সমাধাণ করা হয়েছে।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme