প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : আনন্দদায়ক ও নিরাপদ ভ্রমণের জন্য আলোকিত মধুপুর এ শ্লোগানে টাঙ্গাইলের মধুপুরবাসীর বহুদিনের প্রচেষ্টায় কাঙ্খিত নিজস্ব বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে।
ঢাকা-মধুপুর ভায়া টাঙ্গাইল রুটে “আলোকিত মধুপুর” নামে দুটি বাস সার্ভিস চালু হয়। শুক্রবার (২৩ মে) বেলা ১১ টায় এ বাস চলাচলের উদ্বোধন করা হয়। মধুপুর বাস স্ট্যান্ডের আনারস চত্বরে “আলোকিত মধুপুর” সার্ভিসের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- পৌর সভার সাবেক কাউন্সিল ও শ্রমিক নেতা আমজাদ হোসেন, হুমায়ূন কবির, বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম হাসনাইত বাবু রাজ, মধুপুর শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু, ফজলু সরকার, সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম ভূইয়া, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপ আলোকিত মধুপুর এর সভাপতি এনামুক হাসান জুয়েল, মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এস এম শহীদ প্রমুখ।
আলোকিত মধুপুর বাস প্রতিদিন মধুপুর থেকে ঢাকা চলাচল করবে। মধুপুর বাসস্ট্যান্ড, ঘাটাইল তাদের কাউন্টার রয়েছে। যাত্রী সিটিং সার্ভিস সেবা পাবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। গাড়ি নং-১ মধুপুর হতে গাড়ি ছাড়ার সময় ভোর ৪:৩০ মিনিট ঢাকা হতে গাড়ি ছাড়ার সময় বিকাল ৩:০০ ঘটিকা মোবাইল: ০১৯২২-৯০৭২৩৩।গাড়ি নং-২ মধুপুর হতে গাড়ি ছাড়ার সময় ভোর ৫:৩০ মিনিট ঢাকা হতে গাড়ি ছাড়ার সময় বিকাল-৩:৩০ মিনিট মোবাইল: ০১৯৫৩-৪৩৯০৬০।