সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬ ভলেন্টিয়ার ফর বাংলাদেশ টাঙ্গাইল জেলার উদ্যােগে শ্রমজীবী মানুষের মাঝে ছাতা ও শরবত বিতরণ টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন জোয়াহেরের আইনজীবি সনদ ও মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ছোট মনির এমপি টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের পানি-স্যালাইন-শরবত বিতরণ টাঙ্গাইলে চরম উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মহান মে দিবস পৃথকভাবে পালিত টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু কালিহাতীতে প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা লালমাটি যাচ্ছে ইটভাটায়, টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি!
মধুপুর ও ধনবাড়ীতে বাংলা নববর্ষ উদযাপন

মধুপুর ও ধনবাড়ীতে বাংলা নববর্ষ উদযাপন

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী : সারা দেশের মতো টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে বর্ণাঢ্য আযোজনের মধ্যদিয়ে পহেলা বৈশাখে বাংলা নতুন বছর ১৪২৯ কে বরণ করে নেয়া হয়েছে।

পহেলা বৈশাখের প্রথম দিন বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিনব্যাপী কর্মসুচীর মধ্যে ছিল প্রভাতী অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলার উদ্বোধন, পান্তা উৎসব, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ী-খেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অসহায় মানুষের মাঝে বাঙ্গালী খাবার পরিবেশনসহ আরো নানা আয়োজন।

মধুপুর উপজেলা পরিষদ থেকে মঙ্গল শোভাযাত্রার র‌্যালী বের হয়ে মধুপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির আহমেদ শরীফ প্রমূখ।

অপরদিকে , ধনবাড়ী উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলার উদ্বোধন, পান্তা উৎসব, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ী-খেলা সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে নতুন বছর ১৪২৯ শুভ নববর্ষ কে বরণ করে নেয়া হয়।

এসময় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন, সহকারী কমিশনার ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেব-উন নাহার লিনা বকল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর ফারুক আহমাদ, সহ সভাপতি আব্দুল হালিম, সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম বেলাল ,তোফাজ্জল হোসেন, ওসি মো. চাঁন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু সহ সকল শ্রেণী-পেশার মানুষ এসব কর্মসুচীতে অংশ নেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840