মাভাবিপ্রবির নতুন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন

মাভাবিপ্রবির নতুন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন

প্রতিদিন প্রতিবেদক, মাভাবিপ্রবি : মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনের পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেনকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে০৪(চার) বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন। তিনি ১২ জানুয়ারি ২০২২ তারিখ বুধবার উক্ত পদে যোগদান করেছেন। এর আগে তিনি ২৪ ফেব্রুয়ারি ২০০৯ সন হতে ২৩ ফেব্রুয়ারি ২০১৩ সন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর ছিলেন।

অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাখরের কান্দি গ্রামের এক স¤্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৮ সনে জন্মগ্রহণ করেন।তাঁর পিতার নাম মৌলানা হুকুম আলী মাদবর। তিনি কৃতিত্বের সাথে ১৯৭৩ সনে এসএসসি ও ১৯৭৫ সনে এইচএসসি পাশ করেনএবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে ১৯৮০ সনে বি.এস.সি (অনার্স) ও ১৯৮২ সনে এম.এস.সি ডিগ্রী সম্পন্ন করেন। এরপর১৯৯৫ সনে জাপানের টোকিও এর ‘দি ইনিস্টিটিউট অব স্ট্যাটেসটিক্যাল ম্যাথমেটিকস’ থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন১১ এপ্রিল ১৯৮৩ সন হতে ১৩ ডিসেম্বর ১৯৮৩ সন পর্যন্ত ঢাকা বিশ^বিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনিস্টিটিউটের প্রভাষক ও২৪ ফেব্রুয়ারি ১৯৮৪ সন হতে ১৮ আগস্ট ১৯৮৮ সন পর্যন্তবাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। এরপর তিনি১৮ আগস্ট ১৯৮৮ সনে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগদান করে ১২ আগস্ট ১৯৯৫ সনে সহযোগী অধ্যাপক ও ১৮ আগস্ট ১৯৯৯ সনে অধ্যাপক হন।

তিনি যুক্তরাষ্ট্রের বলস্টেট ইউনিভার্সিটির গাণিতিক বিজ্ঞান বিভাগে ২০০১ এর আগস্ট থেকে ২০০২ এর মে পর্যন্ত ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সৌদি আরবের কিং খালিদ ইউনিভার্সিটির গণিত বিভাগে ২০০৪ এর সেপ্টেম্বর থেকে ২০০৭ এর জুন পর্যন্ত ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে কর্মরত ছিলেন এবং২০০৮ সন থেকে ২০১০ সন পর্যন্ত বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের খন্ডকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও দেশী-বিদেশী বিভিন্ন জার্নাল ও পত্র পত্রিকায় তাঁর উল্লেখযোগ্য সংখ্যক গবেষণামূলক লেখা প্রকাশিত হয়েছে।

তিনি জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণের জন্য ভারত, ইতালি, সৌদি আরব ও যুক্তরাষ্টসহ বিভিন্ন দেশ ভ্রমন করেন।

উল্লেখ্য, ২০২১ সনের ২৮ জুলাইভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন দায়িত্ব শেষ করার পর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ভাইস-চ্যান্সেলরের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের ৭ম ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840