সংবাদ শিরোনাম:
মির্জাপুরের একটি বিল থেকে মানব কঙ্গাল উদ্ধার মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে শহরের ব্যস্ততম চারটি স্থানে এমপি শুভর নলকুপ স্থানের উদ্যোগ টাঙ্গাইলের মধুপুরে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষিকা মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকাণ্ডে পাল্টাপাল্টি অভিযোগ! টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা
মির্জাপুরে অপহরণের ১৬ দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী

মির্জাপুরে অপহরণের ১৬ দিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী

প্রতিদিন প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে স্কুলছাত্রী অপহরণের ১৬ দিন অতিবাহিত হলেও তাকে উদ্ধার করতে পারেনি থানা পুলিশ। গত ১মার্চ উপজেলার আনাইতারা ইউনিয়নের ফতেপুর এলাকা থেকে অপহরণ করা হয় তাকে। এ বিষয়ে অপহৃত স্কুলছাত্রীর মা ৫ জনকে আসামী করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। এদিকে অপহৃত মেয়েকে উদ্ধার করতে না পারায় পরিবারের সদস্যরা হতাশায় ভুগছেন বলে জানা গেছে।

মামলার বিবরণে জানা গেছে, ফতেপুর ময়নাল হক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে পাশ্ববর্তী দেলদুয়ার উপজেলার বর্ণি পোরাকজানী গ্রামের আব্দুল কাদেরের ছেলে হাবিব (২০) প্রেম নিবেদন করে নানাভাবে উত্যক্ত করতো। এ কথা স্কুল ছাত্রী তার মা বাবাকে জানালে বখাটে হাবিব ক্ষিপ্ত হয়ে তাকে অপহরণের হুমকি দেয়। সর্বশেষ গত ১ মার্চ সকাল সোয়া ৯ টার দিকে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে হাবিব ও তার সহযোগি হাসু মিয়া, রমজান আলী ওরফে রিপন, সখিনা বেগম ও সোহানা বেগমসহ অজ্ঞাত আরও কয়েকজন মিলে ফতেপুর এলাকার জনৈক নবু মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ হাঁসু মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠালেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসলাম মিয়া জানান, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে অচিরেই তাকে উদ্ধার করা হবে বলে তিনি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840