মাদ্রাসার ছাত্র শিশু সিয়াম বাঁচতে চায়। তার বয়স ১১ বছর। তার পিতার নাম মো. শহর আলী। তারা আদি টাঙ্গাইলে ভাড়া বাসায় বসবাস করছে। সিয়াম ক্যালসিয়াম ঘাটতি জনিত কারনে দিনদিন পঙ্গু হয়ে যাচ্ছে। ডাক্তার বলেছে সিয়ামকে ভারতে মাদ্রাজে নিয়ে যেতে। মাদ্রাজে তার চিকিতসার জন্য অন্তত পক্ষে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হবে। কিন্ত সিয়ামের গরিব ভ্যান চালক পিতার পক্ষে এত টাকা সংগ্রহ করা কোনভাবেই সম্বভ নয়। তাই একমাত্র ছেলেকে বাঁচাতে সিয়ামের পিতা শহর আলী ও মাতা মাজেদা বেগম সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্য প্রার্থনা করেছেন।
সাহায্য পাঠাবার ঠিকানা, মো. শহর আলী, বিকাশ নং ০১৭৬২৫৪৫২১০