সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

সখিপুরে কাজ ফেলে পালিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান!

  • আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ১০০০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর: সখিপুর-সুরুজ জিসি সড়ক হতে শালগ্রামপুর-তেজপুর ফেরিঘাট পর্যন্ত ১১ কিলোমিটার সড়কের কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান রাতের আধারে পালিয়ে গেছে।

এতে ক্ষতিগ্রস্থ এবং জরাজীর্ণ সড়কে চলাচলে সীমাহীন দুর্ভোগে পড়েছে এ সড়কে চলাচলাকারী হাজারো স্থানীয় জনগন।

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, টেন্ডারের মাধ্যমে ৮ কিলোমিটার মেরামত ও ৩ কিলোমিটার নতুনভাবে নির্মাণ কাজ পেয়েছিল মেসার্স ইউনাইটেড কমার্শিয়াল সেন্টার লিমিটেড ও রিচি এন্টাপ্রাইজ নামের দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠাননর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় এবং বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে ওই সড়কের নির্মাণ ব্যয় ধরা হয় ৭ কোটি ৯২ লাখ ১৭ হাজার ৫২০ টাকা।

কার্যাদেশ মোতাবেক ২০১৭ সালের ৭ মে কাজ শুরু হয়ে ২০১৮ সালের ৬ নভেম্বর কাজটি শেষ হওয়ার কথা। কিন্তু কাজ শুরু করার পর হঠাৎ কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান।

সরেজমিনে দেখা যায়, ঠিকাদার প্রতিষ্ঠানটি ১১ কিলোমিটার সড়কের কাজ কোনো কোনো স্থানে অর্ধেক, আবার কোনো স্থানে তার চেয়েও কম কাজ শেষ করেছে।

কয়েকটি স্থানে ব্রিজ-কালভার্ট নির্মাণের কাজ শুরু করেও বিধ্বস্ত অবস্থায় তা ফেলে রেখে চলে গেছে।স্থানীয়রা বাধ্য হয়ে কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প রাস্তায় মালামাল পরিবহন করছে।

এ সড়কটি সম্পন্ন হলে সখিপুর-তেজপুর-সুরুজ হয়ে টাঙ্গাইল যোগাযোগ অনেকটা সহজ হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা চেষ্টা করলেও পাওয়া যায়নি।

সড়কটির সুপার ভিশনের দায়িত্বে থাকা এলজিইডি সখিপুর উপজেলা প্রকৗশলী কার্যালয়ের সার্ভেয়ার ফরমান আলী বলেন, ঠিকাদারকে কাজটি সমাপ্ত করার জন্য বারবার ফোনে ও চিঠির মাধ্যমে জানানো হলেও তিনি কোনো কর্ণপাত করেননি।

এছাড়াও কাজটি বাতিল করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চিঠি দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme