সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

সখীপুরে চাল কেলেঙ্কারিতে ডিলারকে জরিমানা ও ইউপি সদস্য গ্রেপ্তার

  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৬৬৩ বার দেখা হয়েছে।

মির্জা সাইদুল ইসলাম সাঈদ: সখীপুরে বিগত চার বছর যাবত অন্যের কার্ড দিয়ে চাল উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগে ইউপি সদস্য মিনহাজ উদ্দিন কে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (০৪ মে) বিকেলে ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়।

সোমবার রাতে উপজেলা খাদ্য পরিদর্শক শামীম আল ফারুক বাদী হয়ে ইউপি সদস্য মিনহাজ উদ্দিনকে আসামি করে প্রতিবছর ১৫০ কেজি করে চার বছরে মোট ৬০০ কেজি চাল আত্মসাতের দায়ে থানায় মামলা করেন।

গ্রেপ্তার হওয়া মিনহাজ উদ্দিন উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউ,পি সদস্য। এদিকে কার্ডধারীকে চাল না দেওয়ার অপরাধে সোহরাব আলী নামের একজন পরিবেশককে (ডিলার) ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা।

জানা যায়, উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মিনহাজ উদ্দিন ২০১৬ সালে শোলাপ্রতিমা গ্রামের কালা মিয়ার কাছ থেকে ছবি ও জাতীয় পরিচয়পত্র নিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির একটি কার্ড করে দেন।

ইউপি সদস্য মিনহাজ উদ্দিন ওই কার্ডটি কালা মিয়াকে না দিয়ে গত চার বছর ধরে চাল তুলে আত্মসাৎ করেন। রোববার (০৩ মে) ইউপি সদস্য মিনহাজ উদ্দিন হঠাৎ ওই কার্ডটি কার্ডধারী কালামিয়ার হাতে পৌঁছে দেন।

চার বছর পর কার্ডটি হাতে পেয়ে কালামিয়া দেখেন তাঁর নামে বরাদ্দকৃত প্রতিবছর ১৫০ কেজি করে চার বছরে মোট ৬০০ কেজি চাল ওই ইউপি সদস্য তুলে নিয়েছেন। সোমবার দুপুরে কালা মিয়া ওই কার্ড নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসেন এবং চার বছর পর ওই কার্ড পাওয়ার বিস্তারিত ইউএনওর কাছে বর্ণনা করেন। পরে ইউএনও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার সোহরাব আলী ও ইউপি সদস্য মিনহাজ উদ্দিনকে তাঁর কার্যালয়ে ডেকে আনেন।

অভিযোগ প্রমাণিত হওয়ায় উপকারভোগীর সঙ্গে প্রতারণার অভিযোগে যাদবপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার সোহরাব আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে চাল আত্মসাতের অভিযোগে ইউএনও আসমাউল হুসনা লিজা চাল আত্মসাৎকারী ইউপি সদস্য মিনহাজ উদ্দিনকে পুলিশে সোপর্দ করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (০৫ মে) তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম ফাহিম বলেন, ইউপি সদস্য মিনহাজ উদ্দিন গত চার বছরে ওই কার্ড দেখিয়ে বছরে ১৫০ কেজি করে চার বছরে ৬০০ কেজি চাল আত্মসাৎ করেন। তাঁর নামে চাল আত্মসাতের মামলা হয়েছে।

আদালত পরিচালনাকারী ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি উপকারভোগীর সঙ্গে প্রতারণা করার অভিযোগে ডিলারকে অর্থদণ্ড ও ইউপি সদস্য মিনহাজ উদ্দিনের নামে দুর্নীতির মামলা করার জন্য খাদ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme