সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬ ভলেন্টিয়ার ফর বাংলাদেশ টাঙ্গাইল জেলার উদ্যােগে শ্রমজীবী মানুষের মাঝে ছাতা ও শরবত বিতরণ টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন জোয়াহেরের আইনজীবি সনদ ও মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ছোট মনির এমপি টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের পানি-স্যালাইন-শরবত বিতরণ টাঙ্গাইলে চরম উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মহান মে দিবস পৃথকভাবে পালিত টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু কালিহাতীতে প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা লালমাটি যাচ্ছে ইটভাটায়, টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি!
সখীপুর-সাগরদীঘি সড়কের দু’পাশের গাছে মড়ক, দূর্ঘটনার আশংকা

সখীপুর-সাগরদীঘি সড়কের দু’পাশের গাছে মড়ক, দূর্ঘটনার আশংকা

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুর-গোড়াই-সাগরদীঘি সড়কের পাশের পুরনো আকাশমণি, মেহগনি গাছগুলো মরে যাচ্ছে। গাছগুলোর ডালপালা পড়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এ সড়ক দিয়ে এখন ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৩-৮৪ অর্থ বছরে সখীপুর-গোড়াই-সাগরদীঘি সড়ক নির্মাণ করা হয়। তখন ওই সড়কের গোড়াই থেকে মধুপুরের কাকরাইদ পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটারজুড়ে সড়কের উভয় পাশে আকাশমণি, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার গাছের চারা লাগানো হয়। বর্তমানে অসংখ্য গাছ মরে গেছে। আবার কোনো কোনো গাছের শিকড়ে বাসা বেঁধেছে পিঁপড়ার দল। এলাকাবাসী জানান, ওই সড়কের পাশে প্রায় ৩০/৩২ বছর আগে লাগানো অসংখ্য গাছে মড়ক ধরেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সড়কের দুই পাশে সবুজের সমারোহ কমতে চলেছে। অজ্ঞাত রোগে মরে যাচ্ছে সড়কের দুই পাশের সবুজ গাছগুলো। প্রকৃতি তার চেনা রূপ হারিয়ে বিবর্ণ হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে অজ্ঞাত রোগে মরে থাকা গাছগুলো না কাটার ফলে নতুন নতুন গাছ আক্রান্ত হচ্ছে। জীববৈচিত্র্যে পড়ছে বিরূপ প্রভাব। এ ছাড়া অভ্যন্তরীণ আরো বেশ কয়েকটি সড়কেও গাছে মড়ক দেখা দিয়েছে। সরকারের সৌন্দর্যবর্ধক কর্মসূচির আওতায় লাগানো সড়কের দুই পাশের গাছগুলো দীর্ঘদিন ধরে মরে দাঁড়িয়ে আছে। অনেকে গাছের কিছু কিছু অংশ কেটে নিয়ে যাচ্ছে। অনেক স্থানে মরে যাওয়া গাছগুলো পাশের জমিতে পড়ে আছে। এলাকাবাসী জানান, ‘মরা গাছগুলো ঝড়ে অথবা সামান্য বাতাসেই ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এসব গাছ কেটে ফেলা উচিত। তবে কাটার আগে কর্তৃপক্ষের নতুন করে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা উচিত।’

এ বিষয়ে সরকারি মুজিব কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সুনির্মল চন্দ্র বসু বলেন, ‘সড়কের পাশে গাছ বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সড়কের পাশে বনায়ন পরিবেশ মনোরম করার পাশাপাশি অক্সিজেন সরবরাহ করে। তবে বিষাক্ত ধোঁয়া, মাটির লেয়ার নিচে নেমে যাওয়ায় পর্যাপ্ত পানি শোষণ করতে না পারাসহ বিভিন্ন রোগ-বালাইয়ের কারণে সড়কের পাশে লাগানো গাছ মরে যেতে পারে। মরে থাকা গাছগুলো চারপাশের সৌন্দর্য বিনষ্ট করছে। পচে ছড়াচ্ছে ক্ষতিকর ভাইরাস। ধ্বংস করছে জীববৈচিত্র্য। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মরে যাওয়া গাছগুলো কেটে নতুন গাছ লাগানোর উদ্যোগ নেয়া উচিত। তা না হলে আরো গাছ আক্রান্ত হয়ে মারা যাবে। গাছগুলো ডাইব্যাক নামের এক ধরনের ছত্রাকে আক্রান্ত হয়েছে।

এলজিইডির উপজেলা প্রকৌশলী হাসান ইবনে মিজান বলেন, ‘শতাধিক গাছ মরে যাওয়ার বিষয়টি আমি সম্প্রতি জেনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে দ্রুত মরে যাওয়া গাছ সরানোর পদক্ষেপ নেওয়া হবে।’

সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক ড.মো.আতাউল গনি বলেন, ‘সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, সামাজিক বনায়নের কর্মকর্তা ও উপকারভোগীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি আমরা বৃক্ষরোপণ অব্যাহত রাখব।’

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840