সংবাদ শিরোনাম:
সরকারি নির্দেশ ভঙ্গ করায় কাকুয়া হাট বন্ধ ও জরিমানা আদায়

সরকারি নির্দেশ ভঙ্গ করায় কাকুয়া হাট বন্ধ ও জরিমানা আদায়

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া হাটে সরকারি নির্দেশ ভঙ্গ করে হাট বসানোর অভিযোগে কোর্ট পরিচালনা করা হয়। এসময় হাটের ইজারাদার মোঃ মিন্টু মোল্লা (৫০) কে বিশ হাজার টাকা জরিমানা এবং তাৎক্ষণিক হাট বন্ধ করে দেওয়া হয়।

শুক্রবার (০৩ এপ্রিল) মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) উপমা ফারিসা।

এসময় সেনাবাহিনী সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পুলিশ সদস্য. কাকুয়া ইউনিয়নয় পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুহস্পতিবার (২ এপ্রিল) একই অভিযোগে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নে সরকারি নির্দেশ ভঙ্গ করে হাট বসানোর অভিযোগে ইজারাদার মোঃ জাহাঙ্গীর হোসেন (৩২) বিশ হাজার টাকা জরিমানা এবং হাট বন্ধ করে দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840