প্রতিদিন প্রতিবেদক : দারুল আমানাত হিফ্জ মাদ্রাসার মুসলিম পাড়া টাঙ্গাইলের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বাদ যোহর টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ক্বারী জহিরুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন আল্লামা জুনায়েদ আল-হাবিব, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, আল্লামা মুফইত হামিদ জাহেরী, আল্লামা আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা শামসুজ্জামান, জেলা কওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব হয়রত মাওলানা মুফতি শামসুল হক, বোয়ালী মাদ্রাসার মুহতামিম মাওলানা মিসবাহুল ইসলাম, রাবেয়া বসরি মহিলা মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা ফজলুল করিম, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ মাহমুদ, ধলেরচর মাদারাসার প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান, দারুল আমানাত হিফ্জ মাদ্রাসার মুহ্তামিম আলহাজ্ব হাফেজ মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামি ফিকাহ্ একাডেমীর প্রধান মুফতি মুফতি মাহমুদুল হক ও ইমাম ও মুয়াজ্জিন পরিষদের টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে ৩৪ জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়।