মনির হোসেন কালিহাতী: কালিহাতী থানা পাড়া থেকে মো: হামিদুল নামের এক শিশু হারিয়ে গেছে। তার বয়স ৯ বছর। গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, স্বাস্থ্য মধ্যম, উচ্চতা আনুমানিক ৪ ফুট, মাথার চুল ছোট ছোট কালো।
পড়নে ছিল কালো রংয়ের হাফ প্যান্ট ও সবুজ রংয়ের গেঞ্জি। সে গত ১৮ আগস্ট সকাল আনুমানিক ১১ টার দিকে কালিহাতী থানা এলাকার চাটিপাড়া নামক স্থান থেকে নিখোঁজ হয়।সম্ভাব্য সকল জায়গায় খুজে তাকে পাওয়া যায়নি।
পরবর্তীতে তার মা মোছা: হামিদা বেগম, কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর- ৮৭২, তারিখ: ১৯.০৮.২০১৯খ্রি.। কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে কালিহাতী থানায় অথবা (০১৭১৭৫৯৮৬৩৪) (০১৯৬০০৯৯৫২৬) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন ছেলেটির মা-বাবা।