সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

সখিপুরে চোরাইকাঠ সহ ২টি ট্রাক জব্দ

  • আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ১৩৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদি প্রতিবেদক সখিপুর: সখিপুর সংরক্ষিত বনাঞ্চল থেকে দীর্ঘদিন যাবৎ চোরাই কাঠ ব্যবসায়ীরা মূল্যবান শাল-গজারি ক’পিচ বল্লী দেশের বিভিন্ন অঞ্চলে ট্রাক যোগে পাচার করে আসছিল।

সখিপুর-গোড়াই-কালিয়াকৈর-চন্দ্রা সড়কটি নিরাপদ না হওয়ায় বিকল্প পথে চোরাই ব্যবসায়ীরা কাঠ পাচার করে আসছিল।

গোঁপন সংবাদের ভিত্তিতে ঢাকা বন অঞ্চল সংরক্ষক মনিরুল ইসলাম ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ইউসুফ মিয়ার নির্দেশনায় স্টেশন কর্মকর্তা কালিয়াকৈর ফরেস্ট চেক স্টেশন মো.শহিদুল ইসলাম হাওলাদার ফরেস্ট রেঞ্জার এর নেতৃত্বে কালিয়াকৈর ফরেস্ট চেক স্টেশন ও চন্দ্রা বিটের বিট কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম সহ কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে একটি টহল পরিচালনা করে শনিবার রাত ১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী ব্রীজ এলাকা থেকে চোরাই বল্লী কাঠ ভর্তি (ঢাকা মেট্রো ট ২২-২৮৪২ ও ঢকা মেট্রো ট ২২-৩৩২৪) দুইটি ট্রাক জব্দ করে।

একটি ট্রাকের মালিক সখিপুরের আজাহার মাষ্টার উরফে আবু জাহেল ও অপর ট্রাকের মালিক হাজী আতিকুর রহমান রিপন। ট্রাক দুইটি আনলুট করার পর ২৬২পিচ বল্লী পাওয়া যায়।

যার বাজার মূল্য প্রায় ৬লাখ টাকা। কালিয়াকৈর চেক স্টেশন কর্মকর্তা মো.শহিদুল ইসলাম হাওলাদার ফরেস্ট রেঞ্জার বলেন, টাঙ্গাইলের চোরাই কাঠ ব্যবসায়ী সিন্ডিকেট দুইটি ট্রাকে অবৈধ বল্লী কাঠ নিয়ে বিকল্প সড়কে টাঙ্গাইল থেকে যমুনা সেতু দিয়ে সিরাজগঞ্জ-পাকনা-ফরিদপুর হয়ে মাওয়াঘাট পার হয়ে ঢাকা যাচ্ছিল।

গোঁপন সংবাদের ভিত্তিতে চোরাই কাঠসহ ট্রাক দু’টি জব্দ করতে সক্ষম হয়। ট্রাক দুটি ২৬২পিস বল্লী কালিয়াকৈর চেক স্টেশনের হোফাজতে রয়েছে। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে বন আইনে মামলা দায়ের করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme