সংবাদ শিরোনাম:
সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার

টাঙ্গাইলে হেযবুত তওহীদ এর সংবাদ সম্মেলন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে হেযবুত তওহীদ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে জেলা হেযবুত তওহীদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এসময় হেযবুত তওহীদ এর নেতৃবৃন্দ বলেন, ফতোয়া, জঙ্গি ও সন্ত্রাসবাদ মানব সভ্যতার চরম শত্রু। ফতোয়া দিয়ে ধর্মীয় অনুভূতিকে উস্কে দেয়া হয় আর জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করা হয়।

ফতোয়ার নামে ভুল তথ্যের ভিত্তিতে মানুষের ধর্মীয় অনুভূতিকে উস্কে দিয়ে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তারা দেশ ও জাতির শত্রু। বাঙালিরা বরাবরই অসাম্প্রদায়িক ও শান্তিপ্রিয় জাতি।

তারা আরো অভিযোগ করেন, একটি মৌলবাদী গোষ্ঠী পবিত্র ধর্ম ইসলামের নাম নিয়ে নানা বিভ্রান্তিকর ফতোয়া দিয়ে যাচ্ছে। তাদের অনুসারীরা প্রকাশ্যে হেযবুত তওহীদের শীর্ষনেতা মো. হোসাইন মোহাম্মদ সেলিম ও সদস্যদের জবাই করে হত্যা, মাথা কেটে ফেলা, বিনা জানাজা নামাজে দাফন করার হুমকি দিচ্ছে।

কয়েকটি জেলায় তারা মামলা দায়ের করলেও প্রশাসন কার্যকর কোন পদক্ষেপ গ্রহন করেনি বলে তারা দাবি করেন। বক্তব্যের ফাঁকে ফাঁকে তারা ফতোয়া ও উস্কানী দেয়ার ভিডিও ফুটেজ প্রদর্শন করে।

সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের জেলা সভাপতি মো. রাসেদুল ইসলাম মূল বক্তব্য উপস্থাপন করেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মো. এনামুল হক বাপ্পা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী সাজ্জাদ কাদির খান, টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ওমর হোসেন খান, প্রকাশনা সম্পাদক মামুন পারভেজ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme