সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

সখিপুরে স্ত্রী মর্যাদা আদায়ে প্রেমিকের বাড়িতে অনশন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সথিপুর: সখিপুরে স্ত্রীর মর্যাদার দাবিতে গত দুই দিন যাবৎ অনশন শুরু করেছেন ঢাকার এক তরুনী। বুধবার দুপুর থেকে সে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা চৌরাস্ত্রা গ্রামের শামসুল হক মধু মিয়ার ছেলে মালয়েশিয়া প্রবাসী প্রেমিক আনোয়ার হোসেনের বাড়িতে এই অনশন শুরু করেন।

এদিকে ওই তরুনীর বাড়িতে আগমন জেনে প্রেমিক আনোয়ার হোসেন গা ঢাকা দিয়েছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী আনোয়ার হোসেনের সঙ্গে ঢাকার যাত্রাবাড়ী এলাকার এক তরুণীর মুঠোফোনের মাধ্যমে প্রেম হয়।

ওই তরুনী জানান, প্রেমের সূত্রে গত এক বছর আগে তারা কাবিন রেজিস্ট্রিমূলে বিয়েও করেন। তবে এ বিয়ে মুঠোফোনের মাধ্যমে হলেও গত (৩ সেপ্টেম্বর) প্রেমিক আনোয়ার হোসেন মালয়েশিয়া থেকে দেশে এসে কাজী অফিসে নিজে ওই কাবিনে স্বাক্ষর করেন।

পরে ঢাকায় তাদের বাসায় ৫দিন অবস্থানের পর কিছু না বলেই উধাও হয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এ কারণে তিনি প্রেমিক আনোয়ারের গ্রামের বাড়িতে এসেছেন নিজের স্ত্রীর মর্যাদার দাবিতে।ওই তরুনী আরও বলেন, তার খোঁজে বাড়িতে আসায় আনোয়ারের স্ত্রী ও অন্যরা আমাকে ব্যাপক মারপিট করেছে।

এ বিষয়ে বহুরিয়া ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম বলেন, তিনি ওই বাড়িতে গিয়ে অনশনরত তরুনীর সঙ্গে কথা বলেছেন। সার্বিক বিষয়াদি তাকে ওই তরুনী অবগত করলেও প্রেমিক আনোয়ার হোসেন সটকে পড়ায় কোনো সিদ্ধান্তের কথা এখনোও বলা যাচ্ছে না।

এদিকে ওই তরুনী তার স্ত্রী’র দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এখানেই অবস্থান করবেন বলে জানিয়েছেন।

সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) এএইচএম লুৎফুল কবীর বলেন, ঘটনাটি জানার পর বহুরিয়া ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিমকে জিজ্ঞাসা করলে তিনি জানান ঘটনাটি মীমাংসা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme