সংবাদ শিরোনাম:
সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার

টাঙ্গাইলে যুবক অপহরণ

  • আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ১১৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদরের বাহির শিমুল গ্রামের ইয়ার বাদশা ওরফে শিপন (২৮) নামের জনৈক যুবককে অপহরণ করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর রাতে মোবাইলে ডেকে নিয়ে তাকে অপহরন করা হয়।

এই ঘটনায় শিপনের স্ত্রী ও বৃদ্ধ মা সংজ্ঞা হারিয়ে মৃত্যু শয্যায় রয়েছে। পরিবারের দাবী, শিপনকে পরিচিত কেউ ফোনে ডেকে নিয়ে অপহরণ করেছে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ করেছেন শিপনের বাবা সবুর মন্ডল।

শিপনের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে আট টার দিকে শিপনের মোবাইলে একটি কল আসে। শিপন কথা বলতে বলতে বাড়ির বাইরে বেরিয়ে যায়।

তারপর আর বাড়িতে না ফেরায় শিপনের স্ত্রী মোবাইল করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। শিপন বাড়িতে ফিরে না আসায় পরিবার চিন্তাগ্রস্থ’ হয়ে পড়ে। বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও পাওয়া যায়নি।

শিপন গাছ ও গরুর ব্যবসা করতো বলে জানা গেছে। কোথাও কোনো সন্ধান না পেয়ে ২০ সেপ্টেম্বর রিপনের বাবা টাঙ্গাইল সদর থানায় গিয়ে তার সন্তানের বিষয়ে ওসি মীর মোশাররফ হোসেনকে জানালে পুলিশ আবেদনটি জিডি হিসেবে গ্রহন করে।

টাঙ্গাইল সদর থানার জিডি নম্বর ১২১৯ অপহরনের তিনদিন অতিবাহিত হলেও ছেলে ফিরে না আসায় মৃত্যুশয্যায় রয়েছেন শিপনের বৃদ্ধা মা। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এস আই শাহাদত হোসেন বলেন, ” বিষয়টি আমরা জেনেছি। তদন্ত কাজ চলছে।

উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।শিপনের বাবা সবুর মন্ডল বলেন, ” আমার ছেলেকে কে বা কারা নিয়ে গেছে। দয়া করে আমার বাবারে ফিরিয়ে এনে দেন।” টাঙ্গাইল জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক শিপনের মামা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন সোহাগ তাঁর ভাগিনাকে উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme