সংবাদ শিরোনাম:
সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫ নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গার্ল-ইন- স্কাউটের সদস্যদের ডে ক্যাম্প ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণে সভা দেলদুয়ারে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু যুবককে গাছে বেঁধে মারধরের ঘটনায় তোলপাড় ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্শনী
টাঙ্গাইল এনসিসি ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকের ৬২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ॥

টাঙ্গাইল এনসিসি ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকের ৬২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ॥

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল কালিহাতি উপজেলার রামপুর এনসিসি ব্যংকের চুক্তিভিত্তিক এক কর্মচারীর বিরুদ্ধে গ্রাহকদের জমানো প্রায় ৬২ লাখ টাকা আত্বসাতের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ওই ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ করেছে ভুক্তভোগি ও স্থানীয়রা। তারা ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীদের আজ বিকেল ছয়টা পর্যন্ত অবরুদ্ধ করে প্রায় ১০ ঘন্টা অবরুদ্ধ করে রাখে।

ব্যাংকের গ্রাহকদের অভিযোগ, স্থানীয় কাতার প্রবাসী সাদ্দাম হোসেন দীর্ঘদিন বিদেশে থাকা অবস্থায় তার পরিবারের মাধ্যমে এনসিসি ব্যাংকে ৩৫লাখ টাকা জমা রাখে। রোববার সে টাকা উত্তোলন করতে গেলে দেখা যায় পুরো ৩৫ লাখ টাকাই ব্যাংকের তৃতীয় শ্রেনীর কর্মচারী ইউসুফ আলী জাল সাক্ষরের মাধ্যমে তুলে ফেলেছে।

এসময় ব্যাংকে গ্রাহকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। মুহুর্তেই ব্যাংকের প্রায় সকল গ্রহকের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়ে। এ ঘটনা অন্যান্য গ্রাহকরা জানার পর দেখা যায় তাদের মধ্যে আরো ৮জনের প্রায় ২৭ লাখ টাকা জাল সাক্ষরের মাধ্যমে উত্তোলন করা হয়েছে।

এক পর্যায়ে স্থানীয়রা ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে টাকা ফেরত দেয়ার দাবী জানায়। একই সাথে তারা এ ঘটনার জন্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।

এদিকে এঘটানায় গনমাধ্যম কর্মিরা ঘটনাস্থলে এসে কর্তৃপক্ষের নিকট জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করেছে অভিযুক্ত ওই কর্মচারী। এদিকে কালিহাতি থানার এসআই ওহাব মিয়া জানান, ব্যাংকে আর্থিক লেনদেন নিয়ে উত্তেজনা বিড়াজ করায় তারা ঘটনাস্থলে আসে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে ব্যাংকের ম্যানেজার আবুল কালাম আজাদ জানিয়েছেন, অভিযোগের সত্বতা প্রমানিত হয়েছে। ইতো মধ্যেই একজনের ৩৫ লাখ টাকা আজ ফেরত দেয়া হয়েছে। বাকীদের টাকা ৭দিনের মধ্যেই ফেরত দেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840