সংবাদ শিরোনাম:
রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫ নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গার্ল-ইন- স্কাউটের সদস্যদের ডে ক্যাম্প
বাসাইলে গৃহবধূ হত্যাকারী স্বামীর স্বীকারোক্তি

বাসাইলে গৃহবধূ হত্যাকারী স্বামীর স্বীকারোক্তি

এম শহিদুল ইসলাম বাসাইল : বাসাইলে গৃহবধূ স্বপ্না আক্তারকে হত্যার ঘটনায় স্বামী শাহীনুর রহমান (৩৫) গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

টাঙ্গাইলের জুডিশিয়াল বাসাইল আমলি আদালতের ম্যাজিস্ট্রেট নওরিন মাহবুবা স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। এ আদালতে পুলিশের পরিদর্শক তানভীর আহামেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (৬ অক্টোবর) ভোরে শাহীনুর রহমানকে বাসাইল বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হয়।

আদালতে পুলিশের পরিদর্শক তানভীর আহামেদ জানান, ‘মামলার তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান অভিযুক্ত শাহীনুর রহমানকে সংশ্লিষ্ট আদালতে হাজির করেন।

শাহীনুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

বাসাইল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ‘এ ঘটনায় শাহীনুরকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

মামলা উল্লেখ করা হয়েছে, বাসাইল উপজেলার স্থলবল্লা এলাকার শাহীনুর তার স্ত্রী স্বপ্না আক্তারকে বাবার বাড়ির  সম্পত্তি বিক্রি করে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন।

শনিবার (৫ অক্টোবর) ভোরে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায় শাহীনুর স্বপ্নাকে বর্শা দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে শাহীনুরসহ তার মা-বাবা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে লাশ রেখে পালিয়ে যান।

এ ঘটনায় ওইদিনই উপজেলার ব্রাহ্মণপাড়িল এলাকার সাবেক মেম্বার নিহত স্বপ্নার বাবা মুন্নান মিয়া বাদী হয়ে বাসাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840