সংবাদ শিরোনাম:
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ সখীপুর আবাসিক মহিলা কলেজ টাঙ্গাইলের মধুপুরে ভোট দিতে যাওয়া হলো না মাসুদের টাঙ্গাইলে বাবার ভোট দিতে এসে ছেলে আটক টাঙ্গাইলে ভোট কেন্দ্রে ভিমরুলের আক্রমণে দিশেহারা ভোটার, আহত ২৫ টাঙ্গাইলে উপজেলা নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিফ্রিং কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত বাসাইলে তামাক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা পাসপোর্ট টু আর্নিং অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত
করোনায় ঢাকার মৃত ব্যাক্তির দাফন দেলদুয়ারে

করোনায় ঢাকার মৃত ব্যাক্তির দাফন দেলদুয়ারে

প্রতিদিন প্রতিবেদক : করোনায় ঢাকায় আক্রান্ত হয়ে মারা যাওয়া নয়ন মিয়ার (৫৩) দাফন টাঙ্গাইলের দেলদুয়ারে সম্পন্ন হয়েছে। শনিবার রাতে তার জানাযা ও দাফন সম্পন্ন করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন আল ইহসান যুব পরিষদ ও ইসলামিক ফাউন্ডেশনের সদস্যরা ।

জানা যায়, উপজেলার এলাসিন ইউনিয়নের সানবাড়ী গ্রামের নয়ন মিয়া গত শনিবার করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

লাশ দাফন করার জন্য উপজেলা প্রশাসনকে জানানো হলে ইসলামিক ফাউন্ডেশন ও আল ইহসান যুব পরিষদ টিমকে দাফন করার দায়িত্ব দেওয়া হয়। পরে রাত সাড়ে নয়টায় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

দাফন কাজে অংশগ্রহণ করেন আল ইহসান পরিষদের সহ-সভাপতি মুফতি আব্দুল কাদের মাহমুদ, সাধারণ সম্পাদক মুফতি আসাদুল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক এম তারিকুল ইসলাম তাহের।

এসময় ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা রফিকুল ইসলাম ও মনির হোসেনসহ মৃত ব্যক্তির আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিনহাজ উদ্দিন মিয়া জানান, ঢাকায় নয়ন মিয়ার করোনা পজিটিভ হয় এবং মারা যান। এখন তাকে দেলদুয়ারের তালিকায় মৃত হিসেবে দেখানো হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840