জাহাঙ্গীর আলম : জেলহত্যা দিবস উপলক্ষে টাঙ্গাইলে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহম্মদ, এম মনসুর আলী, এইচ এম কামরুজ্জামান’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,
জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ম-আহ্বায়ক তানভীরুল ইসলাম হিমেল, যুগ্ম-আহ্বায়ক শাফী আলম মুকুল, যুগ্ম-আহ্বায়ক রাসেদুল হাসান জনি,
সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক সজীব রানা, জেলা ছাত্রলীগ সদস্য কাজী আসাদ, সিজন, মাসুদ রানা।