সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ১৬ সরকারি প্রতিষ্ঠানে উড়ছে না জাতীয় পতাকা টাঙ্গাইলে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী কালিহাতীতে আওয়ামীলীগ-সিদ্দিকী পরিবার মুখোমুখি টাঙ্গাইলের তিন উপজেলায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫
স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের সামনে কে এই বৃদ্ধ জানে না কেউ

স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের সামনে কে এই বৃদ্ধ জানে না কেউ

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাই‌লের গোপালপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের সামনের ব্রি‌জের ওপর পড়ে আছেন এক বৃদ্ধ‌ (৭০)। কিন্তু কে তিনি, কেন পড়ে আছেন এভাবে, সে বিষয়ে কেউ কোনো তথ‌্য জানাতে পারেননি। গত ৬-৭ দিনেও তার পরিচয় জানতে কিংবা তাকে সহযোগিতা করতেও কেউ এগিয়ে আসেননি। স্থানীয়‌দের ধারণা বৃদ্ধ চি‌কিৎসা নিতে হাসপাতা‌লে গি‌য়ে‌ছি‌লেন। কিন্তু ভ‌র্তি না হ‌তে পে‌রে ব্রি‌জের ওপর শু‌য়ে র‌য়ে‌ছে। তারা বলছেন, ক‌য়েক‌দিন ধরে এই বৃদ্ধ চাদর জ‌ড়ি‌য়ে শুয়ে আছেন। কেউ কিছু জিজ্ঞাসা কর‌লেও তি‌নি কিছু বল‌তে পার‌ছেন না।

স্থানীয় এক সংবাদকর্মী ব‌লেন, ‘সংবাদ সংগ্রহের জন‌্য হাসপাতাল এলাকায় গেলে একজন চা দোকানি এই বৃ‌দ্ধের কথা জানান। হাসপাতা‌লের সামনে ব্রি‌জের ওপর গি‌য়ে দে‌খি, তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন। কিন্তু কোনো কথা বল‌তে পার‌ছেন না। ম‌নে হচ্ছে প্রতিবন্ধী। চি‌কিৎসার জন‌্যই হয়তো হাসপাতা‌লে এসেছিলেন।’

বৃদ্ধকে নজ‌রে প‌ড়ে‌নি বলে দাবি করলেন গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রা‌জী। তিনি ব‌লেন, ‘ওই বৃদ্ধ হাসপাতা‌লে ভ‌র্তি হ‌তে চে‌য়েছিলেন, এমন কথা ঠিক নয়। এছাড়া, হাসপাতা‌লের মূল গে‌টের সাম‌নে নয়, পা‌শের আরেকটি গে‌টের ব্রি‌জের ওপর তিনি শুয়ে আছেন। ফেসবু‌কে দে‌খে‌ছি। ওই গেট‌ সবসময় বন্ধ থাকে। এরপরও বিষয়‌টি দেখা হ‌বে।’

গোপালপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. পার‌ভেজ ম‌ল্লিক বলেন, এ বিষয়ে হাসপাতা‌লকে প্রয়োজনীয় ব‌্যবস্থা নিতে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840