মধুপুরে মাস্ক ব্যবহার না করায় ১৬ জনকে জরিমানা

মধুপুরে মাস্ক ব্যবহার না করায় ১৬ জনকে জরিমানা

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্ক ব্যবহার না করার আপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৬ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে।

১৯ মার্চ শুক্রবার বিকেলে মধুপুর হাট এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. এ. করিম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

সহকারি কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. এ. করিম বলেন, করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৬জনকে অর্থদন্ড হিসাবে ৭৪০০শত টাকা জরিমানা আদায় করা হয়। ​“করোনা প্রতিরোধে মাস্কের ব্যবহার নিশ্চিত করার লক্ষেই এটা আমাদের একটি চলমান প্রক্রিয়া। পরবর্তিতেও এ ধারা অব্যহত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সকলেই মাস্ক ব্যবহার করলে বাংলাদেশ থেকে করোনার বর্তমান আঘাতকে প্রতিহত করা সম্ভব হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840