মাস্ক না পরায় গোপালপুরে ১৩ জনকে অর্থদণ্ড

মাস্ক না পরায় গোপালপুরে ১৩ জনকে অর্থদণ্ড

প্রতিদিন প্রতিবেদক : করোনা ভাইরাসের সংক্রমণরোধে মাস্ক না পরার অপরাধে ১৩ জনকে ২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকাল ৫ টায় পৌর শহরের বাসস্ট্যান্ড, সূতীবাজারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইয়াসমিন সীমা।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক। তিনি জানান- ‘করোনারোধে মঙ্গলবার বিকালে পৌর শহরের বিভিন্ন স্থানে মাস্ক ব্যবহার নিশ্চিত করণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান করা হয়েছে। এসময় মাস্ক না পড়ার অপরাধে ১৩ জনকে মোট ২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাস্কও বিতরণ করা হয়। আরও জানান, এ ধরণের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840