প্রতিদিন প্রতিবেদক : সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুন) সকালে টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমিষের ঘাটতি পূরণ ও দারিদ্র বিমোচনে প্রাণিসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পশু-পালনে সকলের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতার জন্যই মূলত আজকের এই প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন। সকলের সহযোগিতায় প্রাণিসম্পদকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন।
অনুষ্ঠানে ২৯ টি স্টলে বিভিন্ন প্রজাতির উন্নতজাতের প্রাণি প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।