টাঙ্গাইলে রাবার ও চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

টাঙ্গাইলে রাবার ও চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুর উপজেলা থেকে রাবার ও সদর উপজেলা থেকে দেশীয় চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল মধুপুর উপজেলার ধরাটি খালপার গ্রামে অভিযান পরিচালনা করে ১৪’শ ৭০ কেজি রাবার (যার মূল্য আনুমানিক ২ লাখ ৯৪ হাজার টাকা) উদ্ধার করে। অপরদিকে টাঙ্গাইল পৌরশহরের কলেজপাড়া থেকে ৫০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় মির্জাপুর উপজেলার গোড়াই জয়ের পাড়া এলাকার শাহজাহান শিকদারের ছেলে আজহার শিকদার (৪০) ও টাঙ্গাইল পৌর শহরের কলেজপাড়ার এলাকার মৃত- শুকলাল রবি দাসের মেয়ে ফুলকুমারী (৫০) কে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে মধুপুর এবং টাঙ্গাইল সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840