ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া থেকে এলেঙ্গা পর্যন্ত যানচলাচল ধীরগতি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া থেকে এলেঙ্গা পর্যন্ত যানচলাচল ধীরগতি

প্রতিদিন প্রতিবেদক : কঠোর বিধি-নিষেধ শিথিল হওয়ায় যাত্রীবাহী বাসসহ বি‌ভিন্ন যানবাহন মহাসড়‌কে চল‌তে শুরু ক‌রে‌ছে। গাড়ির চাপ বাড়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) মহাসড়কের ক‌রটিয়া থেকে কা‌লিহাতীর এলেঙ্গা পর্যন্ত যানচলাচলে ধীরগতি দেখা যায়।

চালকরা বলেছেন, মহাসড়কের করটিয়া থেকে উত্তরবঙ্গমুখী সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মাঝে মধ্যে যানজট ছেড়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও যানবাহন ধীরগতিতে চলছে। গণপরিবহন চালু হওয়ায় সড়কে যাত্রীদের চলাচল বেড়েছে।

তবে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840