সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

সিনেমার আড়ালে অবৈধ ব্যবসা করতেন পরীমনি: ডিবি

  • আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৬৭৭ বার দেখা হয়েছে।

বিনোদন ডেস্ক : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেছেন, পরীমনি চলচ্চিত্রের আড়ালে অবৈধ ব্যবসা করতেন। এ ব্যবসার সঙ্গে তার ডিজাইনার জিমিসহ আরও এক নারী জড়িত বলে আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি।

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, চিত্রনায়িকা পরীমনির মাদক ও অবৈধ ব্যবসার অন্যতম সহযোগী জেমিকে গ্রেপ্তারে আমরা চেষ্টা করছি। পাশাপাশি পরীমনির সঙ্গে এসব কাজ কারা কারা করতো, কাদের ইন্ধন ছিল ইত্যাদি বেশকিছু তথ্য পেয়েছি। তাদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পরীমনির অন্যতম সহযোগী নজরুল ইসলাম রাজ অল্প শিক্ষিত। ছোট্ট একটি চাকরি করতেন। তবে এই চাকরির সুবাদে সে বিভিন্ন মডেল-অভিনেত্রীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। তাদের দিয়ে নিজের বাসাসহ বিভিন্ন স্থানে পার্টির আয়োজন করতেন। সে বিভিন্নজনকে মডেল কিংবা অভিনেত্রীদের সাপ্লাই দিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন।

উল্লেখ্য, বুধবার (৪ আগস্ট) বিকেলে বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে র‌্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, এলএসডি ও আইস উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বনানী থানায় হস্তান্তর করে সংস্থাটি। রাতে পরীমনিকে আদালতে হাজির করে পুলিশ। মামলাগুলোতে পরীমনির সঙ্গে তার সহযোগী ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ ৪ জনকে আসামি করা হয়।পরীমনি ও রাজকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme