সংবাদ শিরোনাম:
সরিাজগঞ্জে ছাত্র-জনতার মছিলিে হামলা: সাবকে এমপি আজজিরে ৩ দনিরে রমিান্ড রাজপাহাড়’—স্নেহ ও সখের প্রতীক এক বিশাল গরু কালবেলার কালিয়াকৈর প্রতিনিধি মনিরুজ্জামান নিখোঁজ থানায় জিডি ডাকাত আতঙ্কে মসজিদে মসজিদে মাইকিং,পাড়া ও মহল্লায় সতর্ক অবস্থে এলাকাবাসী পারিপার্শ্বিকের কারণে, পড়াশুনার কারণে, দারিদ্রতার কারণে এবং  রিলেশনশিপের কারণেও অনেকেই জীবন ত্যাগ করছে : উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ টাঙ্গাইলের ঘাটাইলে মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বয়ে সেমিনার অনুষ্ঠিত ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে সমন্বয় সভা বাসাইলে হেলমেট ও লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা নাগরপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ,আহত ৪ বাসাইলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

করটিয়ার ইফতারে এক সারিতে ধনী-গরিব সবাই

  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২২৩ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক: বিকেল সাড়ে ৫টা। করটিয়া আনছার কমপ্লেক্স এর ভেতর লম্বা সারিতে সাজানো হয়েছে রোজাদারদের জন্য ইফতার সামগ্রী। মুখোমুখি কয়েকটি লম্বা সারিতে বসে আছেন নানান পেশার মানুষ। এক কাতারে আছেন ব্যবসায়ী, আছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, ভিক্ষুকও। এখানে কোনো ভেদাভেদ নেই ধনী-গরিবের। এমনভাবেই প্রতি বছর এক থেকে দেড় হাজার মানুষ একসঙ্গে বসে ইফতার করেন এখানে।

রমজানের সন্ধ্যায় টাঙ্গাইলের ঐতিহ্যবাহী করটিয়ার কাপড়ের হাটের চিত্র এটি। প্রতি বছরই এখানে করটিয়া কলেজ পাড়া সমাজের উদ্যোগে একদিনের জন্য প্রায় হাজার মানুষের ইফতারের ব্যবস্থা করা হয়। অনেকে ইফতার কিনতে না পেরে চলে আসেন এখানে। আবার অনেক আসেন বেশি মানুষ একসঙ্গে বসে ইফতার করলে সওয়াব বেশি পাওয়া যাবে সেই আশায়। গত ২৫ বছর ধরে চলছে এ আয়োজন।

সরেজমিনে দেখা যায়, মার্কেটের বারান্দায় সাজিয়ে রাখা হচ্ছে রকমারি ইফতারি। স্বেচ্ছাসেবকরা প্লেটে প্লেটে ইফতার সামগ্রী রাখা শুরু করেন। আসরের নামাজের পর থেকেই লাইন ধরে বসে যান ইফতার করতে আসা মানুষজন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষজন বাড়তে থাকে। ঘড়ির কাঁটা সাড়ে পাঁচটা পেরোতেই ইফতারের দায়িত্বে থাকা মানুষগুলো ইফতারের প্লেট লম্বা সারিতে বসা সবার সামনে দিয়ে দিচ্ছেন। প্লেটে থাকে খেজুর, ছোলা, মুড়ির, পিঁয়াজু, জিলাপিসহ আরও অনেক কিছু। সবার সামনে পৌঁছে দেওয়া হয় সরবতের গ্লাসও। ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আসা সকলের হাতেই ইফতারের প্লেট পৌঁছে দেওয়া হয়। আর পাশের মঞ্চে চলে আলোচনা। ইফতারের পাঁচ মিনিট আগে মোনাজাতে অংশ নেন সব মুসল্লিরা। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় ইফতার।

টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান ও করটিয়া কলেজ পাড়া সমাজের সাধারণ সম্পাদক শাহজাহান আনছারী বলেন, র্দীঘ প্রায় ২৫ বছর ধরে রমজান মাসের যেকোন একদিন আমাদের এই ইফতারের আয়োজন করা হয়। করটিয়া কলেজ পাড়া সমাজের পক্ষ থেকে আমরা এ আয়োজন করে থাকি। তবে করোনার কারনে মাঝে বন্ধ ছিল এই আয়োজন। বর্তমানে করোনা পরিস্থীতি স্বাভাবিক হওয়ায় আবারো এ আয়োজন শুরু করেছি। এখানে কোন ধনী-গরীব নেই। সবাই সমান। বিভিন্ন পেশার মানুষ এখানে এক সাথে বসে ইফতার করে থাকে। এ বছরও প্রায় দেড় হাজার মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। এখানে ইফতারের পাশাপাশি সবার জন্য খিচুরী ও মাংসের ব্যবস্থাও করা হয়েছে। অনেক গরীব মানুষ আছে যারা ভালো মন্দ খেতে পায় না। তারাও এখানে এসে একটু ভালো মন্দ খেতে পারে। আমরা সবার জন্য সমান ভাবে একি খাবারের ব্যবস্থা করে থাকি। আগামী দিন গুলোতেও আমাদের এ আয়োজন অব্যাহত থাকবে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ করটিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও অনান্য ব্যক্তিবর্গ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme