সংবাদ শিরোনাম:
সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার

মধুপুরে শেষ সময়ে বোরো ধান পরিচর্যায় ব্যাস্ত কৃষকরা

  • আপডেট : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৩০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে বোরো ধান পরিচর্যায় শেষ সময়ে মাঠে ব্যাস্ত সময় পার করছেন কৃষকরা। তাদের প্রধান আবাদি ফসল নানা জাতের বোরো ধান চারা কৃষকরা পরিচর্যা করছেন।
উপজেলার প্রতিটি গ্রামের মাঠেই এ ধানের আবাদ করা হয়েছে। গোলাবাড়ী, মির্জাবাড়ী, শোলাকুড়ী, মহিষমারা, আউশনারা,অরণখোলা, কুড়াগাছাসহ প্রতিটি ইউনিয়নে বেশীর ভাগ মাঠে কৃষকরা বোরো ধানের আবাদ করেছে। কিছু কিছু জায়গায় আলু আবাদের পর শেষ সময়ে লাগানো বোরো ধানের ক্ষেতে এখনও কৃষকেরা আগাছা পরিষ্কার করছেন । তবে অধিকাংশ জমিতে ধানের চারা থেকে শীষ বের হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ১২ হাজার ৯’শ ৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।
গোলাবাড়ী ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের হাসান আলী, সোহরাব হোসেন জানান, বর্তমান সরকার আমলে সারের অভাব দূর হয়েছে। তাছাড়া বিভিন্ন ফসল উৎপাদনে উপজেলার কৃষি অফিস থেকে আমাদের সার্বিক সহায়তা করে আসছে। তাই গতবারের চেয়ে বর্তমান বোরো ধান চাষে সেই ভালো ফলনের আশা করছি।
কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর গ্রামের কৃষক সুলতান আহম্মেদ জানান, আলু আবাদের পরে শেষ সময়ে এবার দেড় বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছি। এখন আগাছা পরিস্কার করছি। আশা করি, বোরো ধানের ফলন ভালো হবে।
কৃষি উপ-সহকারী কর্মকর্তা আনিছুর রহমান জানান, বর্তমান সরকার কৃষি খাতে বিভিন্ন ভর্তুকি ও অর্থের বরাদ্দ দিয়ে এ খাতকে আরও সমৃদ্ধ করেছেন। প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে ও কৃষিমন্ত্রীর নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মধুপুর উপজেলা কৃষি বিভাগ। কৃষকদেরকে কৃষি বিভাগ থেকে কৃষকদেরকে এলএলপি পদ্ধতি অর্থাৎ লাইন করে ধান চারা লাগাতে পরামর্শ দেওয়া হচ্ছে। এ পদ্ধতিতে বোরো ধান চারা লাগানো হলে ফসলটির আবাদে কৃষকদের সব দিক থেকেই উপকার মেলে।
উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল জানান , চলতি মৌসুমে কৃষকদের উচ্চ ফলনশীল বোরো হাইব্রীড বীজ বিতরণ করা হয়েছে। কৃষকদের কৃষি প্রণোদনার সার ও বীজ প্রদান করা হয়েছে।
এ বছর এ উপজেলায় বোরো ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার ৯’শ ৫০ হেক্টর জমিতে। ইতোমধ্যেই অধিকাংশ জমিতে বোরো ধানের চারা লাগানো হয়েছে। আলু আবাদের পরে যারা একই জমিতে শেষ সময়ে বোরো ধান লাগিয়েছেন সে সমস্ত কৃষকরা উৎসবমুখর পরিবেশে ধানের চারা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আর অধিকাংশ ধানের শীষ বের হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme