সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬ ভলেন্টিয়ার ফর বাংলাদেশ টাঙ্গাইল জেলার উদ্যােগে শ্রমজীবী মানুষের মাঝে ছাতা ও শরবত বিতরণ টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন জোয়াহেরের আইনজীবি সনদ ও মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ছোট মনির এমপি টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের পানি-স্যালাইন-শরবত বিতরণ টাঙ্গাইলে চরম উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মহান মে দিবস পৃথকভাবে পালিত টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু কালিহাতীতে প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা লালমাটি যাচ্ছে ইটভাটায়, টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি!
টাঙ্গাইলে পথ শিশুদের নিয়ে মেহেদী উৎসব

টাঙ্গাইলে পথ শিশুদের নিয়ে মেহেদী উৎসব

প্রতিদিন প্রতিবেদেক : ঈদ উপলক্ষে টাঙ্গাইলে পথ শিশুদের নিয়ে মেহেদী উৎসব পালন করা হয়েছে।

রোববার বিকেলে শহরের পৌর উদ্যানে প্রথম আলোর বন্ধু সভার উদ্যোগে এ মেহেদী উৎসবের আয়োজন করা হয়। এতে প্রায় ৩৫ জন পথ শিশুদের হাতে মেহেদী দেয়া হয়।

আয়োজকরা জানায়, প্রতিবছরই ঈদকে সামনে রেখে প্রথম আলোর বন্ধুসভার পক্ষ থেকে ছিন্নমূল ও পথশিশুদের জামা দেয়া হয়। একই সাথে মেহেদী উৎসবও করা হয়। এবার লোকবলের অভাবের কারণে ছিন্নমূল ও পথশিশুদের জামা দেয়া হয়নি। কিন্ত মেহেদী উৎসব পালন করা হলো। আদাবাড়ি এলাকার পথ শিশু রুবেলের মেয়ে শাহিদা আক্তা রিমু বলেন, মেহেদী দিতে পেরে আমার খুব ভালো লাগছে। এবাবে আমাদের কেউ এর আগে মেহেদী দিয়ে দেয়নি। আরেক পথ শিশু রেখা বলেন, আমারা বাবা গরীব। তাই ঈদে নতুন জামা ও মেহেদী দিতে পারি না ঠিক মতো। আজ প্রথম আলোর বন্ধু সভার জন্য মেহেদী দিতে পারলাম।

প্রথম আলোর বন্ধুসভার যুগ্ম-সাধারণ সম্পাদক আঞ্জুমান আক্তার বলেন, প্রতি বছরই আমরা ছিন্নমূল এবং পথ শিশুদের রঙ্গিন জামা ও মেহেদী দিয়ে থাকি। এ বছর রঙ্গিন জামা না দিলেও ৩৫ জন শিশুকে মেহেদী দেয়া হয়েছে। এ সব পথশিশুদের মেহেদী দিতে পেরে আমার খুব ভালো লাগছে।

প্রথম আলোর বন্ধুসভার সাধারণ সম্পাদক রেনু আক্তার বলেন, সকলের সহযোগিতায় মেহেদী উৎসব পালন হয়েছে। যারা ছিন্নমূল এবং পথ শিশুদের মেহেদী দিয়েছেন তারা নতুন কমিটির ও পুরাতন কমিটির সদস্য। আগামী ঈদে নতুন জামাসহ মেহেদী দেয়া হবে।

মেহেদী উৎসবের সময় উপস্তিত ছিলেন, টাঙ্গাইল প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ও নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট তানিয়া বখ্শ, উপদেষ্টা এডভোকেট জিনিয়া বখ্শ ও মীর মেহেদী, কমিটির সভাপতি রকিবুল ইসলাম আসাদ এবং সাধারণ সম্পাদক রেনু আক্তারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840