সংবাদ শিরোনাম:
কালবেলার কালিয়াকৈর প্রতিনিধি মনিরুজ্জামান নিখোঁজ থানায় জিডি ডাকাত আতঙ্কে মসজিদে মসজিদে মাইকিং,পাড়া ও মহল্লায় সতর্ক অবস্থে এলাকাবাসী পারিপার্শ্বিকের কারণে, পড়াশুনার কারণে, দারিদ্রতার কারণে এবং  রিলেশনশিপের কারণেও অনেকেই জীবন ত্যাগ করছে : উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ টাঙ্গাইলের ঘাটাইলে মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বয়ে সেমিনার অনুষ্ঠিত ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে সমন্বয় সভা বাসাইলে হেলমেট ও লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা নাগরপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ,আহত ৪ বাসাইলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত বাসাইলে প্রবাসবন্ধু ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরে গরীবের হাসপাতালে র‍্যাবের চিকিৎসা সামগ্রী বিতরণ

এলাকাবাসীর টাকায় হচ্ছে দেড় কিলোমিটার ড্রেন নির্মাণ

  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: এলাকাবাসীর টাকায় দেড় কি.মি ড্রেন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া জমিদারবাড়ী পূর্ব তরফ আবাসিক এলাকা পানি নিঃষ্কাশনের জন্য নিজেদের অর্থায়নে এই ড্রেন নির্মাণ করা হচ্ছে। শনিবার ১১ জুন বেলা সাড়ে ১১টায় দেড় কিলোমিটার ওই ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খালেকুজ্জামান চৌধুরী মজনু।

স্থানীয়রা জানান, এলাকায় কোন ড্রেন বা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। এর ফলে একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়াও বহুতল ভবণের পানি নিষ্কাশনেরও ছিলনা কোন স্থায়ী ব্যবস্থা। সমস্যা সমাধানে এলাকাবাসীর উদ্যোগে ড্রেন নির্মাণের পরিকল্পনা করা হয়। এতে ব্যয় হচ্ছে ৩৫ লাখ টাকা। যা বহন করবেন নিজেরাই বহন করবেন। দীর্ঘদিনের ওই দুর্ভোগ লাঘবে আজ সেই ড্রেন নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

সা’দত কলেজ রোড ব্যবসায়ি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রাজীব হোসাইন বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমতো। ওই পানির কারণে বাসার বাইরে বের হলেই শরীরের পোশাক কাঁদায় নষ্ট হতো। এছাড়াও মুসুল্লিদের মসজিদে আর শিক্ষার্থীদের স্কুলে কলেজে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ড্রেন নির্মাণ হলে সেই দুর্ভোগ লাঘব হবে।

এ বিষয়ে করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু জানান, এলাকার সকলের ব্যক্তিগত সহযোগিতা ড্রেন নির্মাণ করছে এটি বাংলাদেশে বিরল। এমন কাজের উদ্যোগ নেয়ার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এলাকার মানুষকে ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, সরকারের উন্নয়নের পাশাপাশি এ ধরনের উদ্যোগ নেয়া উচিত। এলাকার অবশিষ্ট উন্নয়ন কাজ করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

এ সময় করটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাঈম, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পাপন হোসেন খান, করটিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল, সাধারণ সম্পাদক শিবলু চৌধুরীসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme