সংবাদ শিরোনাম:
কালবেলার কালিয়াকৈর প্রতিনিধি মনিরুজ্জামান নিখোঁজ থানায় জিডি ডাকাত আতঙ্কে মসজিদে মসজিদে মাইকিং,পাড়া ও মহল্লায় সতর্ক অবস্থে এলাকাবাসী পারিপার্শ্বিকের কারণে, পড়াশুনার কারণে, দারিদ্রতার কারণে এবং  রিলেশনশিপের কারণেও অনেকেই জীবন ত্যাগ করছে : উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ টাঙ্গাইলের ঘাটাইলে মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বয়ে সেমিনার অনুষ্ঠিত ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে সমন্বয় সভা বাসাইলে হেলমেট ও লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা নাগরপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ,আহত ৪ বাসাইলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত বাসাইলে প্রবাসবন্ধু ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরে গরীবের হাসপাতালে র‍্যাবের চিকিৎসা সামগ্রী বিতরণ

বিডি ফোনবুক এর যাত্রা শুরু

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: “বাংলাদেশের প্রথম এবং সর্বাধিক তালিকা সম্বৃদ্ধ ফোনবুক” স্লোগান নিয়ে যাত্রা শুরু করলো বিডি ফোনবুক। ১৬ জুন বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলক কক্ষে কেককাটার মধ্য দিয়ে এর যাত্রা শুরু করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা রানুয়ারা খাতুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক তরুণ ইউসুফ। অনুষ্ঠানের আগত অতিথিদের শুভেচ্ছা জানায় বিডি ফোনবুকের উদ্যোক্তা মনিরুজ্জামান মনির।

এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তা মনির জানায়, বিডি ফোনবুকের হেড অফিস ঢাকায়। টাঙ্গাইলে এর একটি শাখা অফিস রয়েছে। বিডি ফোনবুকের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন শহিদুল হাসান খোকন। এতে সহযোগী হিসেবে কাজ করছেন শফিকুল ইসলাম শোভন ও প্রকৌশলী হিসেবে কাজ করছেন জহির রায়হান।

তিনি আরো জানান, মানুষের দৈনন্দিন জীবনে নানা শ্রেণী পেশার মানুষের মোবাইল নম্বর প্রয়োজন হয়। দেশের বিভিন্ন প্রান্তের নানা শ্রেণি-পেশার মানুষের মোবাইল নম্বর সংগ্রহ করে বিডি ফোনবুকের মাধ্যমে জনসাধারণকে সেবা দেয়ার লক্ষ্যেই আমাদের এই পথ চলা। আশা করছি বিডি ফোনবুকে মানুষ তাদের কাঙ্খিত মোবাইল নম্বর খুঁজে পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল টেলিফোন ডাইরেক্টরি হিসেবে এবং যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বিডি ফোনবুক তথা বাংলাদেশ ফোনবুক।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme