সংবাদ শিরোনাম:

গোপালপুর শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের রামনগর উচ্চ বিদ্যালয় মাঠে ৭ম শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় ঝাওয়াইল একাদশ বনাম মধুপুরের গোলাবাড়ি একাদশ অংশ গ্রহণ করে। খেলায় নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারের মাধ্যমে ৩-২ গোলে জয়ী হয় মধুপুর গোলাবাড়ি একাদশ। খেলা শেষে বিজয়ী দলের হাতে ফ্রিজ এবং রানার্সআপ দলের হাতে এলইডি টিভি তুলে দেয় অতিথিবৃন্দ।

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট আয়োজক কমিটির আয়োজনে ৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে রামনগর উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, ধোপাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, ধোপাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার আরিফ, মহিলা লীগের সভাপতি আয়েশা আক্তার শিখা প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme