সংবাদ শিরোনাম:
সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫ নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গার্ল-ইন- স্কাউটের সদস্যদের ডে ক্যাম্প ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণে সভা দেলদুয়ারে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু যুবককে গাছে বেঁধে মারধরের ঘটনায় তোলপাড় ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্শনী
বাসাইল-সখীপুরে ভোটের মাঠে প্রচারণায় জয় ও কাদের সিদ্দিকীর স্ত্রী-সন্তানেরাও

বাসাইল-সখীপুরে ভোটের মাঠে প্রচারণায় জয় ও কাদের সিদ্দিকীর স্ত্রী-সন্তানেরাও

আমিনুল ইসলাম,সখীপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ভোটারদের মন জয় করতে প্রার্থীদের পাশাপাশি তাঁদের স্ত্রী-সন্তানেরাও যাচ্ছেন মানুষের দুয়ারে দুয়ারে। পাড়ায় পাড়ায় উঠান বৈঠক করছেন। স্বামী যখন সখীপুর উপজেলার প্রচারণায় তখন স্ত্রী-সন্তানেরা অপর উপজেলা বাসাইলে প্রচারণার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এভাবে দুটি উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রামে গ্রামে তাঁরা নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন। সব ছাপিয়ে সবার দৃষ্টি এখন মূল প্রতিদ্ব›দ্ধী আওয়ামী লীগের অনুপম শাহজাহান জয় ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর দিকে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাটছে গণসংযোগে। ছুটছেন উপজেলার এ-প্রান্ত থেকে ও-প্রান্তে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ আসনে ছয়টি রাজনৈতিক দলের ছয়জন প্রার্থী প্রতিদ্ব›িদ্ধতা করছেন। এ আসনে এবার কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। প্রার্থী অনেক থাকলেও নৌকা ও গামছা ছাড়া অন্য কোনো প্রতীকের প্রচারণা নেই বললেই চলে। নির্বাচনের দিন যত কাছে আসছে, প্রার্থীদের ব্যস্ততাও সে হারে বাড়ছে। সঙ্গে মাঠে নেমেছেন তাঁদের স্ত্রী-সন্তানেরাও। ইতিমধ্যে প্রচারণায় নেমেছেন অনুপম শাহজাহান জয়ের স্ত্রী তামান্না মহসিন মৌ। মায়ের সঙ্গে ১১ বছর বয়সী আরিয়ানও রয়েছেন।অপরদিকেই বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী প্রথম দিন থেকেই মাঠে নেমেছেন। মায়ের সঙ্গে সমান তালে প্রচারণা চালাচ্ছেন মেয়ে কুঁড়ি সিদ্দিকীও। কুঁড়ি সিদ্দিকী ২০১৮ সালে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। দুই প্রার্থীর স্ত্রী সন্তানেরা দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে যাচ্ছেন বিভিন্ন এলাকায়। গতকাল সোমবার সরেজমিনে ঘুরে তাঁদের প্রচারণার এ চিত্র পাওয়া যায়। সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী অনুপমের স্ত্রী ও ছেলে উপজেলার গজারিয়া ও বহুরিয়া ইউনিয়নের কমপক্ষে ১০টি স্থানে (স্পটে) বক্তব্য রাখেন। বিকেল তিনটার দিকে অনুপমের স্ত্রী তামান্না মহসিন মৌয়ের গাড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছানোর পর স্থানীয় নেতাকর্মীরা তাকে বরণ করে নেন। তিনি গাড়ি থেকে নেমেই মাঠের একপাশে নারী ভোটারদের জটলা দেখে তিনি সেখানে চলে যান। তাদের সঙ্গে কুশল বিনিময় করেন ও স্বামীর জন্য দোয়া চান। সঙ্গে তার ছেলে আরিয়ান অন্যপাশে পুরুষ ভোটার ও ছোট ছোট ছেলে মেয়েদের হাতে পোস্টার বিলিয়ে দেন। তামান্না মহসিন মৌ বলেন, ‘যেখানেই যাচ্ছি, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আমার স্বামী অনুপম শাহজাহান জয়কে তারা খুবই পছন্দ করে, ভালোবাসে। গ্রামের ভোটাররা তাঁদের প্রত্যাশার কথা বলছেন আমাদের। আমরা তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছি।’ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামের গৃহবধূ মোরশেদা আক্তার বলেন, তামান্না মহসিনকে দেখে আমাদের খুব ভালো লেগেছে। আমাদের জড়িয়ে ধরেছে। তার আচার আচরণে আমরা খুব মুগ্ধ। তাঁর বক্তব্য ভালো লেগেছে। শনিবার কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী তিনি মেয়ে কুঁড়ি সিদ্দিকীকে সঙ্গে নিয়ে গজারিয়া ইউনিয়নের কমপক্ষে ১০টি স্পটে পথসভা করেন। সেখানে নাসরিন সিদ্দিকী বক্তব্যে বলেন, আমার স্বামী গামছা মার্কা বানিয়েছে আপনাদের জন্য। মার্কা আপনাদের। আমার স্বামী মুক্তিযুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধে এ অঞ্চলের নারীদের সম্মান ইজ্জত রক্ষা করেছে। আমার স্বামী আমার চেয়ে আপনাদের বেশি ভালবাসে। আপনারা আমার স্বামীকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন। যাতে আপনাদের সমস্যার কথা তিনি সংসদে বলতে পারেন। কুঁড়ি সিদ্দিকী বলেন, ২০১৮ সালে ঋণ খেলাপির কারণে আমার বাবার মনোনয়ন বাতিল হলে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতীক ধানের শীষে নির্বাচন করেছিলাম। ওই বছর আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। এবার আমার বাবাকে গামছা প্রতীকে ভোট দেওয়ার আপনাদের সুযোগ এসেছে। আপনারা সবাই নির্বিঘেœ কেন্দ্রে যাবেন। আমার বাবাকে ভোট দেবেন। কেউ বাধা দিলে বলবেন। আমার বাবা এর প্রতিবাদ করবে। ভোট চোরদের শাস্তি দেবেন। আজ রোববার তাঁরা উপজেলার বহুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা করছেন। বহুরিয়া ইউনিয়নের কালমেঘা গ্রামের নারী ভোটার শিরিনা বেগম (৫৫) বলেন, ‘কাদের সিদ্দিকীর বউ ও মাইয়া আমাগো কাছে ভুট চাইছে। আমাগো জড়িয়ে ধরছে। আমরাও তাগো মাথায় হাত দিয়ে দোয়া করেছি।’ উপজেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে প্রার্থী ও তাদের স্ত্রী সন্তানেরা প্রচারণা চালাচ্ছেন। এ আসনে আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক জনতা লীগ ছাড়াও জাতীয় পার্টির রেজাউল করিম, তৃণমূল বিএনপির পারুল আক্তার, বিকল্পধারা বাংলাদেশের আবুল হাশেম, বাংলাদেশ কংগ্রেস দলের মোস্তফা কামাল প্রার্থী হয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840