সংবাদ শিরোনাম:
সা’দত কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ নাগরপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযুক্ত মিজান গ্রেপ্তার মধুপুরে ১২৯ বন মামলা প্রত্যাহারের ঘোষণা – বন ও পরিবেশ উপদেষ্টার অবৈধভাবে বালু উত্তোলন করায় টাঙ্গাইল সদরে দুইজনের কারাদন্ড ও জরিমানা না ফেরার দেশে সালমান খানের সহ-অভিনেতা মুকুল দেব বাবা-মায়ের সঙ্গে মামার বাড়ি যাওয়া হলোনা সাফওয়ানের কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২ আহত অন্তত ১০ মধুপুরবাসীর সেই কাঙ্খিত “আলোকিত মধুপুর” বাস সার্ভিসের উদ্বোধন সিরাজগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলা: সাবেক এমপি আজিজের ৩ দনিরে রিমান্ড রাজপাহাড়’—স্নেহ ও সখের প্রতীক এক বিশাল গরু

মধুপুরে ১২৯ বন মামলা প্রত্যাহারের ঘোষণা – বন ও পরিবেশ উপদেষ্টার

  • আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৮ বার দেখা হয়েছে।
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বনসবাসীদের বিরুদ্ধে দায়ের করা ১২৯ টি বন মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে বন বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের উপর হামলার মামলা এ বিবেচনার বাইরে থাকবে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, কেমন করে বা কিভাবে মামলা প্রত্যাহার হবে তা প্রক্রিয়ার ব্যাপার।

ইতোমধ্যে বনে জায়গা করে নেয়া বিদেশী প্রজাতির ইউক্যালিপটাস, আকাশমনি গাছ নিষিদ্ধের ঘোষণায় সেগুলো বন থেকে চলে যাচ্ছে।
রোববার দুপুরে আন্তর্জাতিক জীব বৈচিত্র দিবস উপলক্ষে মধুপুর বনের দোখলা মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এমন কথা বলেন।

মধুপুর বনের জীব বৈচিত্র ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবে তিনি একই দিন টেলকি এলাকায় শাল গাছ রোপণের মাধ্যমে বনজ গাছ বৃদ্ধি কর্মসূচি শুরু করেন।
পরে বনাঞ্চলের রাজাবাড়ী এলাকায় সীমানা চিহ্নিতকরণের কাজ পরিদর্শন ও সীমানা পিলার স্থাপনের মাধ্যমে ‘স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা’ প্রকল্পের কার্যক্রমও উদ্বোধন করেন। উপযুক্ত সময়ে বনে ছেড়ে দেয়ার জন্য লহুরিয়া হরিণ প্রজনন কেন্দ্রে ১০ টি ময়ুর ও কচ্ছপ সংরক্ষন করেছেন তিনি।

বন উপদেষ্টা রেজোয়ানা বলেন, শালবনে আবার শাল গাছ ফেরত আনা হবে। তাই আসন্ন বর্ষায় বেশি বেশি শাল গাছ রোপণ করতে হবে। এখানে যারা বনবাসী আছেন তাদের এই বন রক্ষায় ভূমিকা পালন করতে হবে। এসব কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, কলা, আনারসসহ কৃষিজ ফসল উৎপাদন করা গেলেও শালবনে বাণিজ্যিকভাবে এসব চাষ করা যাবেনা। তিনি উপস্থিত সবাইকে হাত তোলে এসব বিষয়ে প্রতিশ্রুতি আদায় করেন। ইউক্যালিপটাস ও আকাশিয়া গাছ রোপণ করা থেকে বিরত থাকার আহবান জানান তিনি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। বক্তৃতা করেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান, গারো নেতা অজয় এ মৃ, ইউজিন নকরেক, টনি চিরান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বন ও পরিবেশ এবং জলবায়ু মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহাম্মদ মহসিন, পুলিশ সুপার মো.মিজানুর রহমান মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন প্রমুখ।

এর আগে রোববার সকালে টাঙ্গাইল জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে আয়োজিত ভূমি মেলা ও বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহন করেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সেখানে দেশিয় প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপন করেন এবং বেলুন ও কুবুতর উড়িয়ে মেলা উদ্বোধন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme