সংবাদ শিরোনাম:

গোপালপুরে ওপেন হাউজ ডে পালন

  • আপডেট : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

(১৪ আগস্ট) শনিবার দুপুরে গোপালপুর থানা পুলিশের উদ্যোগে থানা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা।

এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম আখতার মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী খন্দকার গিয়াসউদ্দীন, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদার, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, গোপালপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙ্গুর, সূতি ভিএম সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আতিকুর রহমান, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মুকুল, সাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক কানিজ ফাতিমা রুমি সাবেক কমিশনার হরিপদ দে মঙ্গল প্রমুখ।

বক্তারা মহামারী কডিভ ১৯ মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের পাশাপাশি উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য গোপালপুর থানা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme