সংবাদ শিরোনাম:

গোপালপুরে নদীতে মাছ ধরতে নেমে বৃদ্ধা নিখোঁজ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২৪৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া গ্রামের ঝিনাই নদীতে মাছ ধরতে নেমে হযরত আলী(৬০) নামক এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ হযরত আলী মাদারজানি পশ্চিমপাড়া গ্রামের এরফাস আলীর পুত্র।

জানা যায়, বুধবার ১২ অক্টোবর সন্ধ্যায় প্রতিদিনের মতোই প্রতিবেশী গনি মিয়াকে সাথে নিয়ে হাত দিয়ে খুঁজে মাছ ধরতে ঝিনাই নদীতে নামেন তিনি।

হযরত আলীর পুত্র মোঃ রুবেল হোসেন জানান, বাবা প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় ঝিনাই নদীতে মাছ ধরতে নামেন। হাত দিয়ে মাছ ধরার সময় মাছ রাখার পাত্রটি (পাতিল) ভেসে নদীর আরেক প্রান্তে চলে যায়। এসময় পাত্রটি (পাতিল) আনতে তার সাথে থাকা গনির মিয়ার কাছ থেকে টর্স লাইট নিয়ে নদীর অপরপ্রান্তে যাওয়ার পর থেকেই নিখোঁজ হন তিনি। এসময় গনি মিয়ার ডাক চিৎকারে স্থানীয়রা এসে অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি। খবর পেয়ে বৃহস্পতিবার সকাল আটটা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঝিনাই নদীতে উদ্ধার অভিযানে পরিচালনা করলেও তাকে পাওয়া যায়নি।

টাঙ্গাইল ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিরা ৪ ঘন্টা যাবৎ এক কিলোমিটার নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। ঐ পরিবারদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে খবর দেওয়া মাত্রই আমরা আবার অভিযান পরিচালনা করব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme